নিউটাউনে মিলল অভিযুক্ত বিডিওর আবাসনের নথি... স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় নতুন মোড়

Last Updated:

অভিযুক্ত বিডিও দাবি করেছিলেন তাঁর নিউটাউনে কোনও ফ্ল্যাট নেই। তাঁর যে নিউটাউনে ফ্ল্যাট আছে এবার সেই নথি মিলল। সূত্রের খবর, নিউটাউনের এবি ব্লকের তাঁর বাড়ির ইলেকট্রিক মিটার তাঁর নামেই। 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement
কলকাতা: স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। অভিযুক্ত বিডিও দাবি করেছিলেন তাঁর নিউটাউনে কোনও ফ্ল্যাট নেই। তাঁর যে নিউটাউনে ফ্ল্যাট আছে এবার সেই নথি মিলল। সূত্রের খবর, নিউটাউনের এবি ব্লকের তাঁর বাড়ির ইলেকট্রিক মিটার তাঁর নামেই।
নিউটাউনে স্বর্ণব্যবসায়ী হত্যাকাণ্ডে ধরা পড়েছে আরও ১জন৷ কোচবিহারের বাসিন্দা সজল সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃত সজল সরকার কোচবিহার জেলায় তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট পদে রয়েছেন বলে খবর৷ এ দিন শিলিগুড়ি থেকে অভিযুক্ত সজল সরকারকে গ্রেফতার করেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ৷ তাঁকে কলকাতায় নিয়ে এসে জেরা করা হবে৷ অভিযোগ, গত ২৮ অগাস্ট নিউ টাউনে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ফ্ল্যাটে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে পিটিয়ে খুনের সময় এই সজল সরকারও সেখানে উপস্থিত ছিলেন৷
advertisement
এর আগে স্বর্ণব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও দু-জনকে গ্রেফতার করেছিল পুলিশ৷ ঘটনায় মূল অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের কলকাতার গাড়ির চালক রাজু ঢালি এবং বিডিও-র বন্ধু পেশায় ঠিকাদার তুফান থাপাকে গ্রেফতার করেছিল পুলিশ৷ তাঁদের জেরা করেই পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন ছ জন মিলে ওই স্বর্ণব্যবসায়ীকে নিউ টাউনের ফ্ল্যাটে মারধর করে৷ সেই মারধরের সময় মাথায় আঘাত লেগে স্বপন কামিল্যা নামে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়৷ এর পর বিডিও প্রশান্ত বর্মনের নির্দেশেই ওই স্বর্ণব্যবসায়ীর দেহ নিউ টাউনের যাত্রাগাছির খাল পাড়ে ফেলে আসা হয়৷ বিডিও-র নীলবাতি লাগানো সরকারি গাড়িতেই নিয়ে যাওয়া হয় দেহ৷ এখনও পর্যন্ত তিন জন গ্রেফতার হলেও এই ঘটনায় এখনও পর্যন্ত অধরা মূল অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতার করেনি পুলিশ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নিউটাউনে মিলল অভিযুক্ত বিডিওর আবাসনের নথি... স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় নতুন মোড়
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement