নিউটাউন ভয়াবহ দুর্ঘটনা, ক্যাব এসে ধাক্কা মারে বাইকে, তার পর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের! আহত ৬!

Last Updated:

নিউটাউনের নবাবপুর মোড়ে ক্যাব দুর্ঘটনায় ছয়জন আহত, শাহাদাত শেখ নামে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হরিহরপাড়ার রামকৃষ্ণপুরে, পরিবারে শোক।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সাত সকালে নিউটাউনের নবাবপুর মোড়ে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। আহত হয়েছেন এক পথচারী, এক বাইকচালক-সহ মোট ছয় জন। সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্ববাংলা সরনি ধরে বিশ্ববাংলা গেটের দিক থেকে আকাঙ্খা মোড়ের দিকে দ্রুত গতিতে আসছিল একটি ক্যাব। নবাবপুর মোড়ে মেন রোড থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ছিটকে পড়ে সার্ভিস রোডে। প্রথমে একটি বাইকে ধাক্কা মারে, তারপর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে আঘাত করে। এতে মোট ছয় জন আহত হন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। ক্যাবে চালক ছাড়া আর কেউ ছিলেন না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউন ট্রাফিক গার্ড ও ইকোপার্ক থানার পুলিশ। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
শুক্রবার, ডিউটিতে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারের। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ার রামকৃষ্ণপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জানা যায় মৃত সিভিক ভলেন্টিয়ার এর বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ধরমপুর অঞ্চলের কালোদিয়াড় এলাকায়। মৃত সিভিকের  নাম শাহাদাত শেখ।
advertisement
পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মতো এদিন ডিউটিতে যাওয়ার সময় রাস্তায় বড় গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে ছটফট করতে থাকলে স্থানীয়রা বিকট আওয়াজ শুনে ছুটে এসে চিকিৎসার জন্য তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে বহরমপুর নিয়ে যাওয়া হয় সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কলকাতা কলকাতা এন আর এস হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। পরিবারের অন্যতম রোজগেরে পুরুষ ছিলেন শাহাদাত শেখ। কিন্তু দুর্ঘটনায় তার প্রাণ যেতেই ভেঙে পড়েন পরিবার।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নিউটাউন ভয়াবহ দুর্ঘটনা, ক্যাব এসে ধাক্কা মারে বাইকে, তার পর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের! আহত ৬!
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement