এ বছর পেতে চলেছেন প্রচুর লম্বা ছুটি ! দেখে নিন কবে কোনটি
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
এ বছর পেতে চলেছেন প্রচুর লম্বা ছুটি ! দেখে নিন কবে কোনটি
#কলকাতা: ২০১৯ থেকে ২০২০তে পা দিয়ে চলেছি আমরা ৷ একটা গোটা বছর শেষে নতুন বছরের শুরু ৷ কাজের মাঝেই গুছিয়ে নেওয়া নতুন বছরের নতুন নতুন প্ল্যান ৷ আর এই প্ল্যান মানেই কবে কবে অফিস ছুটি ! আর কীভাবেই এই অফিসের ছুটি প্ল্যান করবেন৷
২০২০-এর ক্যালেন্ডার বেশ মজাদার ৷ যারা টুকটাক ছুটি নিয়ে এদিক-ওদিক ঘুরে বেড়াতে ভালোবাসেন তাঁদের জন্য এবারের ক্যালেন্ডার দারুণ ৷ কারণ, এবারের ক্যালেন্ডার লং উইকএন্ডের ছড়াছড়ি ৷ কীভাবে?
advertisement
বছরের শুরুর দিন মানে ১ জানুয়ারি বুধবার ৷ বৃহস্পতিবারই গুরু নানকের জন্মদিন ৷ শুক্রবার একটা ছুটি ম্যানেজ করতে পারলেই লম্বা ছুটি ৷ ফেব্রুয়ারি মাসে মহাশিবরাত্রি পড়েছে শুক্রবার ৷ অন্যদিকে আবার দোলযাত্রা পড়েছে মঙ্গলবার ৷
advertisement

রামনবমী পড়েছে বৃহস্পতিবার৷ মহাবীর জয়ন্তী পড়েছে সোমবার ৷ অন্যদিকে, মে দিবস পড়েছে শুক্রবার ৷ অন্যদিকে বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার ৷ ইদ-উল-ফিতর পড়েছে শনিবার ৷ জুনে অবশ্য কোনও ছুটি নেই ৷

জুলাই মাসে ইড-উল-আধা পড়েছে শুক্রবার ৷ অগস্ট মাসে রাখি পড়েছে সোমবার ৷ অন্যদিকে স্বাধীনতা দিবস পড়েছে বুধবার ৷ মহরম শুক্রবার ৷
advertisement
অক্টোবর মাসে গান্ধি জয়ন্তী পড়েছে শুক্রবার ৷ ২০২০ তে দুর্গাপুজো শুরু হচ্ছে ২২ অক্টোবর বৃহস্পতিবার থেকে ৷ শেষ হচ্ছে ২৬ সোমবার ৷ দিওয়ালি পুজো পড়েছে ১৪ নভেম্বর ৷ ১৬ তারিখ ভাইফোঁটা৷ ২৫ ডিসেম্বর পড়েছে শুক্রবার ৷
ক্যালেন্ডার দেখে নিন প্ল্যান করে নিন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 31, 2019 4:48 PM IST