Kolkata: বাস স্টপ তুলে দেওয়া হয়েছে! নতুন টালা সেতুর কারণে মহা বিপত্তি সাধারণ মানুষের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Kolkata: নতুন টালা সেতুর কারণে সমস্যায় পড়েছেন তাঁর বিধানসভা এলাকার সাধারণ মানুষ। মঙ্গলবার বিধানসভার উল্লেখপর্বে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।
কলকাতা: নতুন টালা সেতুর কারণে সমস্যায় পড়েছেন তাঁর বিধানসভা এলাকার সাধারণ মানুষ। মঙ্গলবার বিধানসভার উল্লেখপর্বে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি বলেন, “টালা সেতু তৈরি হয়েছিল ১৯৩৯ সালে, কিন্তু স্বাস্থ্য পরীক্ষার পর ২০২১ সালে সেতুটি ভেঙে ফেলা হয়।’’
ডেপুটি মেয়র অতীন ঘোষ জানালেন, ‘‘এরপর দু’বছরের মধ্যে নতুন করে তৈরি হয়েছে টালা সেতু। আগের টালা সেতুতে উত্তর ও দক্ষিণমুখী দুটি বাস স্টপেজ ছিল। কিন্তু নতুন সেতু তৈরির পর এই দুটি বাস স্টপেজ তুলে দেওয়া হয়েছে। ফলে অসুবিধায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।’’
advertisement
advertisement
অতীন আরও স্পষ্ট করে বলছেন, “উত্তরমুখী যে বাসটি ছিল সেটির উপর নির্ভরশীল ছিল ঘোষবাগানের বাসিন্দারা। এখানে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ৫০ হাজার। এই বাস স্টপেজ তুলে দেওয়ায় সেখানকার মানুষ জনদের ১ কিঃমিঃ হেঁটে এসে বাস ধরতে হচ্ছে। বাচ্চা, বয়স্কদের এবং অসুস্থ মানুষদের খুব সমস্যা হচ্ছে।” বিষয়টি যাতে দ্রুত করা হয় সে বিষয়ে পদক্ষেপ চেয়েছেন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক।
advertisement
এ প্রসঙ্গে অতীন বলেছেন, “আমি বিষয়টি নিয়ে পরিবহন মন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করেছি। তিনিও বিষয়টি বাস্তবসম্মত বলছেন। সেই কারণে আমরা ঘোষবাগান এলাকার থেকে উত্তর ও দক্ষিণ মুখী একটি বাস রুট তৈরির কথা বলেছি। পরিবহণ দফতরের মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন। কিন্তু আমরা চাইছি দ্রুত এই কাজটি করা হোক। তাই বিধানসভার দৃষ্টি আকর্ষণ করলাম।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2024 6:47 PM IST