ফের আসছে নয়া রেশন কার্ড, এবার রেশন কার্ড পাবে স্বচ্ছল পরিবারও

Last Updated:
#কলকাতা: ফের নয়া রেশন কার্ড আনতে চলেছে রাজ্য সরকার ৷ তবে এই প্রথমবার সেই রেশন কার্ড পাবেন দারিদ্রসীমার উপরে থাকা স্বচ্ছল পরিবারও ৷ নতুন এই রেশন কার্ড হবে ডিজিটাল ৷ নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবারকে ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ড দেওয়া হবে।
এর মাধ্যমে সরকারী পরিচয় সংক্রান্ত তথ্য থাকবে ৷ পাশাপাশি, গণবণ্টন বহির্ভূত গার্হস্থ্য সামগ্রীর ক্ষেত্রে বেশকিছু ছাড় পাওয়া যাবে ৷ খাদ্য দফতর সূত্রে খবর, আগামী ৫ নভেম্বর থেকে এই নতুন রেশ কার্ডের জন্য আবেদনপত্র জমা নেওয়া হবে ৷ আবেদনপত্র অনলাইনেও জমা দেওয়া যাবে ৷
এক্ষেত্রে www. wbpds.gov.in ওয়েবসাইটে গিয়ে ১০ নম্বর ফর্ম পূরণ করতে হবে ৷ সেই ফর্ম রেশন দোকান, খাদ্য দফতর, বিডিও অফিস, পুরসভার অফিসে জমা দেওয়া যাবে। আবেদন করার ৩০ দিনের মধ্যে ডিজিটাল রেশন কার্ডের হার্ড কপি চলে আসবে। বাতিল হয়ে যাবে পুরনো রেশন কার্ডটি। যদিও চাল, কেরসিন, গম পাওয়া যাবে না এই রেশন কার্ডে ৷ তবে ভর্তুকিহীন তেল, মসলা, টুথপেস্ট, সাবান ইত্যাদি কেনা যাবে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের আসছে নয়া রেশন কার্ড, এবার রেশন কার্ড পাবে স্বচ্ছল পরিবারও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement