#কলকাতা: ফের নয়া রেশন কার্ড আনতে চলেছে রাজ্য সরকার ৷ তবে এই প্রথমবার সেই রেশন কার্ড পাবেন দারিদ্রসীমার উপরে থাকা স্বচ্ছল পরিবারও ৷ নতুন এই রেশন কার্ড হবে ডিজিটাল ৷ নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবারকে ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ড দেওয়া হবে।এর মাধ্যমে সরকারী পরিচয় সংক্রান্ত তথ্য থাকবে ৷ পাশাপাশি, গণবণ্টন বহির্ভূত গার্হস্থ্য সামগ্রীর ক্ষেত্রে বেশকিছু ছাড় পাওয়া যাবে ৷ খাদ্য দফতর সূত্রে খবর, আগামী ৫ নভেম্বর থেকে এই নতুন রেশ কার্ডের জন্য আবেদনপত্র জমা নেওয়া হবে ৷ আবেদনপত্র অনলাইনেও জমা দেওয়া যাবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digital Ration Card