নতুন রেলপথে বাংলাদেশের মধ্য দিয়ে যুক্ত হতে চলেছে শিয়ালদহ ও শিলিগুড়ি
Last Updated:
#কলকাতা: এবার প্রতিবেশী দেশের মাধ্যমেই সংযুক্ত হতে চলেছে কলকাতা ও শিলিগুড়ি। রেলমন্ত্রক সূত্রের খবর বাংলাদেশের মধ্যে দিয়ে দুই শহরের মধ্যে ট্রেন চলাচল করবে ।
জানা গিয়েছে পেট্রোপোল সীমান্ত দিয়েই সংযুক্ত হতে চলেছে শিয়ালদহ ও শিলিগুড়ি । শিয়ালদহ থেকে ট্রেন যাবে পেট্রোপোল সীমান্তে ও পেট্রোপোল থেকেই ট্রেন ঢুকবে বাংলাদেশে। বাংলাদেশের তোরণবাড়ি, সঈদপুর হয়ে ট্রেন যাবে ভারতের হলদিবাড়িতে ও হলদিবাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রা করবে ট্রেন।
এই মাসেই নয়া রেলপথ পরিদর্শন করবে দুই দেশের রেলমন্ত্রক । নতুন রুটে শিয়ালদহ থেকে শিলিগুড়ি পর্যন্ত যাতায়াতে আনুমানিক সময় লাগবে ৭ ঘন্টা । রুট চালু হওয়ার পর মালগাড়ি চালানো হবে তবে ভবিষ্যতে যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনাও করেছে রেলমন্ত্রক ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 09, 2018 8:02 AM IST