শীতশেষে নতুন অতিথি, চিড়িয়াখানায় খুশির জোয়ার
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
দুটি রিংটা লেমুর শাবক এবং একটি জেব্রা শাবকের জন্ম হয়েছে।
#কলকাতা: আলিপুর চিড়িয়াখানায় আবারও নতুন অতিথির আগমন। দুটি রিংটা লেমুর শাবক এবং একটি জেব্রা শাবকের জন্ম হয়েছে।
ফেব্রুয়ারির প্রথম দিনের জন্ম নেয় লেমুর দুটি। লেমুর দুটি খুবই ছোটো হওয়ায় তাদের দর্শকদের সামনে আনা হচ্ছে না। 'কোয়ারেন্টাইন'- পিরিয়ডে রয়েছে তারা। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অন্যদিকে, ভ্যালেন্টাইনস ডে'র দিন চিড়িয়াখানা পরিবারে আসে আরও এক নতুন সদস্য। জন্ম নেয় অন্ত্রার সন্তান। ভালবাসার দিনে জন্ম হওয়ায় জেব্রার বাচ্চাটির নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টিনা। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, জেব্রা শাবকটি সম্ভবত মেয়ে। বর্তমানে অন্ত্রা এবং ভ্যালেন্টিনা দু'জনেই সুস্থ আছে। ভ্যালেন্টিনাকে ধরে এই মু্হূর্তে চিড়িয়াখানায় জেব্রার সংখ্যা ৭। তাদের মধ্যে ২টি পুরুষ এবং ৫টি মহিলা জেব্রা।
advertisement
advertisement
এদিকে, রিংটা লেমুর দুটিকে মাস চারেক আগে ভাইজ্যাক চিড়িয়াখানা থেকে এক্সচেঞ্জ প্রোগ্রামে আনা হয়েছিল। এই ধরণের লেমুর মূলত মাদাগাস্কারে পাওয়া যায়। চিড়ি্য়াখানায় নিয়ে আসার মাত্র চার মাসের মধ্যেই দুই থেকে বেড়ে চার হয়ে গিয়েছে তারা। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিসকুমার সামন্ত জানিয়েছেন, "মা এবং শিশুরা সকলেই সুস্থ রয়েছে। চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2020 4:36 PM IST