এউডস প্রতিরোধে এবার বাজারে এল নতুন ওষুধ !
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
জনসমক্ষে HIV- র বিষয়ক সতর্কতা প্রচারের জন্য বহু দেশি ও আন্তর্জাতিক সংস্থা একে অপরের সাথে হাত মিলিয়ে কাজ করছে।
Shalini Datta
#কলকাতা: জনসমক্ষে HIV- র বিষয়ক সতর্কতা প্রচারের জন্য বহু দেশি ও আন্তর্জাতিক সংস্থা একে অপরের সাথে হাত মিলিয়ে কাজ করছে। মানুষের মনে HIV-র সম্পর্কে সঠিক ধারণা প্রদান করা, HIV-র প্রতিরোধক সতর্কতা মূলক ব্যবস্থা, সমাজে HIV আক্রান্তরা যাতে এক ঘরে হয়ে না পড়ে, তাদের নিয়েও যে সমাজ এগিয়ে চলতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে অনেক প্রশংসামূলক পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। তারই নবতম সংযোজন হচ্ছে Pre-exposure prophylaxis বা PrEP.
advertisement
না! এটা কোনো AIDS নিরাময়ক ওষুধ না, বরঞ্চ বলা যেতে পারে AIDS প্রতিরোধের দিকে আরও একটা পদক্ষেপ। যারা HIV আক্রান্ত না, অথচ যাদের HIV রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল, তাদের জন্য প্রধানত এই ওষুধ। এটাকে মৌখিক ওষুধ হিসাবে গ্রহণ করা যেতে পারে অথবা জেল হিসাবে ব্যবহার করা যেতে পারে।
advertisement
advertisement
পরীক্ষায় PrEP-এর ৯৭% কার্যকারিতার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে ভারতবর্ষে ৩০০-জন যৌনকর্মীকে নিয়ে এই পরীক্ষামূলক ব্যবস্থা শুরু হয়। জানুয়ারি ২০১৯-এ দেশের বিভিন্ন প্রান্তের ডাক্তার এবং WHO প্রতিনিধিদের নিয়ে অ্যাডভাইসরি বোর্ড গঠিত হয়। গাইড লাইন কমিটিতে যৌনকর্মী ছাড়াও, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, সমারতি ও ড্রাগ আসক্তদের অন্তর্ভুক্ত করা হয়।
ডাক্তাররা PrEP নেওয়ার পরামর্শ আইন অনুযায়ী দিতে পারে। ২০১৯-এর জানুয়ারিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2019 10:57 PM IST