New Market: নিউ মার্কেটের বেহাল দশা! বরাদ্দ কোটি কোটি টাকা, কিন্তু হচ্ছে না সংস্কার! বিধানভায় সরকার-বিরোধী তরজা

Last Updated:

New Market: গরমে হাঁসফাস নিউ মার্কেটের ভেতর। ঐতিহ্যবাহী ডিপার্টমেন্টাল স্টোরে হাল ফেরানো হোক। সংষ্কার করা হোক নিউ মার্কেটের, বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে উঠে এল বিষয়। গরমের জন্য ক্রেতারা প্রবেশ করছেন না ভেতরে। সমস্যা অনেক ব্যবসায়ীর।

নিউ মার্কেট
নিউ মার্কেট
কলকাতাঃ গরমে হাঁসফাস নিউ মার্কেটের ভেতর। ঐতিহ্যবাহী ডিপার্টমেন্টাল স্টোরে হাল ফেরানো হোক। সংষ্কার করা হোক নিউ মার্কেটের, বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে উঠে এল বিষয়। গরমের জন্য ক্রেতারা প্রবেশ করছেন না ভেতরে। সমস্যা অনেক ব্যবসায়ীর।
আরও পড়ুনঃ  চাঁদিফাটা গরমে ফুটছে ট‍্যাপের জল! হাত দিলে ছ‍্যাঁকা লাগছে? এই ৩ উপায়ে জল বেরোবে কনকনে ঠান্ডা
বিগত ২১/১১/২৩ নিউ মার্কেট পরিকাঠামো উন্নয়নের জন্য ২৬ কোটি ১৮ লক্ষ ২হাজার ৪৩ টাকা বরাদ্দ করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিযুক্ত করা হয়েছে পরিকাঠামো দেখার জন্য। ওই বিশ্ববিদ্যালয়কে কনসালটেশন ফিজ হিসেবে ৬৪ লক্ষ ২৮ হাজার ২৭১ টাকা দেওয়া হয়েছে।পরিকল্পনা দিলেই তা রূপায়ণের কাজ শুরু হবে। এই ঐতিহ্যশালী মার্কেটের হকার সমস্যা মিটিয়ে হাল ফেরানো হবে বিধানসভায় জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
advertisement
আরও পড়ুনঃ  হারালেন অকালেই! অভিনয়ে দর্শকের মন কাড়েন! কিন্তু আজ কী হালে দিন কাটাচ্ছেন বাহা
গত বছর, ১৫০ বছরে পা দেয় কলকাতার নিউ মার্কেট। এখনও নিউ মার্কেটে গেলে অনুভব করা যায় সেই প্রাচীন কলকাতাকে। ১৮৭৪ সালে পথ চলা শুরু হয়েছিল এই মার্কেটের। কলকাতার বহু উত্থান পতনের সাক্ষী এই মার্কেট। নামে নিউ মার্কেট। কিন্তু আদতে বয়স হয়েছে অনেকটাই। স্যার স্টুয়ার্ট হগ মার্কেট নামেও পরিচিত। ১লা জানুয়ারী ১৮৭৪ সালে শুরু হয়েছিল এই নিউ মার্কেট। বর্তমানে কলকাতা পুরসভা এই মার্কেটের দেখভাল করে। প্রায় ২৭০০ দোকান রয়েছে এখানে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
New Market: নিউ মার্কেটের বেহাল দশা! বরাদ্দ কোটি কোটি টাকা, কিন্তু হচ্ছে না সংস্কার! বিধানভায় সরকার-বিরোধী তরজা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement