New Market Hawker Problem: আর বসা যাবে না নিউ মার্কেটে, বুলডোজার দিয়ে যা করল কলকাতা পুরসভা..., এবার কী হবে হকারদের?
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
New Market Hawker Problem: বারবার অভিযোগ আসে নিউ মার্কেট এলাকায় হকার নিয়ে। যারা পিচের রাস্তার ওপর বসে রয়েছে এমন হকারদের সরিয়ে দিতে আজ আচমকাই বড়সড় অভিযান করে কলকাতা পৌরসভা।
কলকাতা: বারবার অভিযোগ আসে নিউ মার্কেট এলাকায় হকার নিয়ে। যারা পিচের রাস্তার ওপর বসে রয়েছে এমন হকারদের সরিয়ে দিতে আজ আচমকাই বড়সড় অভিযান করে কলকাতা পৌরসভা।
যৌথ অভিযানে কলকাতা পুরসভা, টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশ। বুলডোজার, পুরসভার ট্রাক নিয়ে নিউ মার্কেট অঞ্চলে অবৈধ হকার উচ্ছেদে যৌথ অভিযান চালানো হয়। মাইকিং করে যে সমস্ত হকার ব্ল্যাক টপ দখল করে বসে আছেন। তাদের কে অবিলম্বে সেই সমস্ত রাস্তার উপর থেকে সরে যেতে বলা হয়।
advertisement
advertisement
নিউ মার্কেটের হুমায়ূন প্যালেস, বারট্রাম স্ট্রীট, চৌরঙ্গী রোড, চ্যাপলিন স্কোয়ার, হগ স্ট্রিট, লিন্ডসে স্ট্রীট-সহ নিউ মার্কেট অঞ্চলে অভিযান চলে। টাউন ভেন্ডিং কমিটির অন্যতম সদস্য শক্তিমান ঘোষ অভিযোগ করেন, নিউ মার্কেট অঞ্চলে একটি অংশের হকাররা রয়েছে। যারা ব্ল্যাক টপে বারবার বলার পরে ও বসে যাচ্ছে। ফলে এবার থেকে নিউ মার্কেট অঞ্চলে ধারাবাহিকভাবে অভিযান চলবে।
advertisement
কলকাতা পুরসভার সচিব স্বপন কুমার কুন্ডু এবং নিউ মার্কেট থানার ওসি অতীন্দ্র মন্ডল-সহ বিশাল পুলিশ বাহিনী বেআইনি হকার উচ্ছেদ অভিযানে নামে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2025 2:52 PM IST









