New Garia Death : প্ল্যাটফর্মে শেডের উপর কাজ করার সময় ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঠিকাকর্মীর

Last Updated:

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নিউ গড়িয়া স্টেশনের (New Garia Station) প্ল্যাটফর্মে শেডের উপর ঠিকাকর্মীরা কাজ করার সময় একজন কর্মী হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হন রেললাইনের ওভারহেড তারে

কলকাতা : রেলের উদাসীনতায় ঠিকাকর্মীর মৃত্যুর অভিযোগ। মর্মান্তিক মৃত্যু হল  ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে । তাঁর নিথর দেহ আড়াই ঘণ্টা সময় ধরে স্টেশনের শেডের উপর পড়ে থাকে। তার পরে দমকল বাহিনী ও রেল পুলিশ এসে দেহ নীচে নামিয়ে হাসপাতালে পাঠায় । হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নিউ গড়িয়া স্টেশনের (New Garia Station) প্ল্যাটফর্মে শেডের উপর ঠিকাকর্মীরা কাজ করার সময় একজন কর্মী হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হন রেললাইনের ওভারহেড তারে । ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তাঁর দেহ শেডের ওপর পড়ে রয়েছে । একেবারে ঝলসে গিয়েছিল দেহ।
নিহত কর্মীর নাম আব্দুল আলিম মোল্লা । বাড়ি দক্ষিণ ২৪ পরগনার,সংগ্রামপুর এলাকায় । শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার সময় দুর্ঘটনা ঘটে ৷  এর পর রাত্রি আটটা বেজে যায় স্টেশনের শেডের উপর থেকে নিথর দেহ নামাতে । এ  দিন সকাল থেকে শেডের উপর কর্মীরা কাজ করছিলেন । সে সময় টিপটিপ করে বৃষ্টি পড়ছিল । আলিমের এক সহকর্মীর কথায়, সকলে নেমে আসার পর কোনও যন্ত্রাংশ ফেলে আসবার কারণে, সেটি আবার নামিয়ে আনতে গিয়েই এই বিপত্তি ঘটে বলে অনুমান ।
advertisement
advertisement
আরও পড়ুন : শিক্ষকদের ইনক্রিমেন্ট ফেরত চেয়েছিল স্কুল শিক্ষা দফতর, বড় নির্দেশ হাইকোর্টের
প্রত্যক্ষদর্শীদের কথায়, কয়েকদিন ধরেই শেড মেরামতির কাজ করাচ্ছিলেন রেলের ঠিকাদার । ঠিকাকর্মীরা বৃষ্টির সময় মাথায় ছাতা নিয়েই কাজ করতেন । যেহেতু স্টেশনের প্ল্যাটফর্মের উপর কাজ হচ্ছিল, সেখানে রেলের ওভারহেডে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা ছিলই । প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বিপদ থেকে বাঁচবার জন্য কোনও কর্মীর সঙ্গে সেফটি বেল্ট কিংবা ইলেকট্রিক সেফটি গ্লাভসের ব্যবস্থা ছিল না । এই প্রসঙ্গে রেলের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি । ঠিকাদারও কথা বলতে রাজি হননি ।
advertisement
আরও পড়ুন : নিউটাউনে গ্রেফতার আইভরি কোস্টের বাসিন্দা! ফুটবলের আড়ালে কী রহস্য, খুঁজছে পুলিশ
সংগ্রামপুর গ্রামে আলিমের বাড়িতে স্ত্রী, তিন ছেলেমেয়ে ও বাবা মা রয়েছেন । পরিবারের একমাত্র রোজগারের তিনিই ছিলেন । তাঁর মৃত্যুর খবর গ্রামে পৌঁছনর পরেই পরিবারে শোকের ছায়া নেমে আসে। সহকর্মীরা বলছিলেন, 'ঝুঁকি নিয়েই কাজ করতেই হয়। না হলে কাজ পাব না আমরা।'
বাংলা খবর/ খবর/কলকাতা/
New Garia Death : প্ল্যাটফর্মে শেডের উপর কাজ করার সময় ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঠিকাকর্মীর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement