#কলকাতা: চাকরি পেয়েও যেন শান্তি নেই! ১৫ বছর পর শিক্ষকদের Increment ফেরত চাইছিল স্কুল শিক্ষা দফতর (School Education Department, West Bengal)। তাই অবশেষে ক্লাস ভুলে হাইকোর্টে মন দিতে হয়েছিল শিক্ষকদের! সেই মামলায় এবার হাইকোর্টে ধাক্কা শিক্ষা দফতর। শিক্ষকদের বেতনের বৃদ্ধি ফেরত চাওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ।শিক্ষা দফতরের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
কেন? নিয়ম ছিল, চাকরি পাওয়ার ৫ বছরের মধ্যে প্রশিক্ষণ ডিগ্রি করে নেবে শিক্ষকরা। বিভিন্ন আইনি জটিলতায় এই ডিগ্রি আর করা হয়ে ওঠেনি শিক্ষকদের।এদের বেশিরভাগই নবম, দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির।স্কুল শিক্ষা দফতরের স্পষ্ট নির্দেশ নির্দিষ্ট সময়ে প্রশিক্ষণ ডিগ্রি না করায় এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ইনক্রিমেন্ট ফেরত দিতে হবে। আর তা ফেরত না দিলে বেতনের সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা থেকে বাদ দিতে বাধ্য হবে স্কুল শিক্ষা দফতর।
শিক্ষা দফতরের এমন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শিক্ষক শিক্ষিকারা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আবেদনের শুনানির পর শিক্ষা দপ্তরের সিদ্ধান্তে অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।