New Garia-Airport Metro Update: চিংড়িহাটা মেট্রো স্টেশনের কাজ প্রায় শেষ, রয়েছে অত্যাধুনিক সুবিধা, সল্টলেকে ঢোকা এবার অনেক সহজ

Last Updated:

স্টেশনের কাঠামোগত কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। বর্তমানে চলছে শেষ মুহূর্তের 'ফিনিশং টাচ'। স্টেশনে প্রবেশ ও বাইরে যাওয়ার রাস্তা তৈরির কাজও শুরু হয়েছে

কলকাতা: কবি সুভাষ-বিমানবন্দর করিডোরের গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশনের নির্মাণ কাজ চলছে জোরকদমে। স্টেশনটি কলকাতার অন্যতম ব্যস্ত ট্রাফিক পয়েন্ট চিংড়িহাটা ক্রসিং এলাকায়। সুকান্ত নগর অঞ্চলের এই স্টেশনটি চালু হয়ে গেলে, এটিই হয়ে উঠবে সল্টলেকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। এই মেট্রো স্টেশনটি নিউ গড়িয়া (কবি সুভাষ)-বিমানবন্দর মেট্রো করিডরের (অরেঞ্জ লাইন) অন্তর্গত। বিখ্যাত লেখক ও সাংবাদিক গৌর কিশোর ঘোষ-এর নামে এই মেট্রো স্টেশনের নামকরণ করা হয়েছে।
কতদূর এগিয়েছে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের কাজ? কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্টেশনের কাঠামোগত কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। বর্তমানে চলছে শেষ মুহূর্তের ‘ফিনিশং টাচ’। স্টেশনে প্রবেশ ও বাইরে যাওয়ার রাস্তা তৈরির কাজও শুরু হয়েছে। প্লাটফর্ম লেভেল নির্মাণের কাজও শেষ হয়েছে। আপাতত চলছে ছাদের কাজ। ভায়াডাক্টের কাজও শুরু হয়েছে। সম্প্রতি গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশন থেকে নিক্কো পার্ক পর্যম্ত ভায়াডাক্টের কাজ ভালভাবেই এগোচ্ছে।
advertisement
গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশনে অত্যাধুনিক যাত্রী সুবিধা দেওয়া হচ্ছে। থাকছে ৮টি এসকেলেটর ও ৪টি লিফট৷ এছাড়াও থাকবে ৮টি সিঁড়ি। দুটি ১৮০ মিটার লম্বা প্রশস্ত প্ল্যাটফর্ম থাকবে। থাকবে ৪টি টিকিট কাউন্টার। স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM), স্বয়ংক্রিয় টিকিট কাটার সুবিধা, ১টি প্রাথমিক চিকিৎসা কক্ষ এবং প্ল্যাটফর্মে বসার বেঞ্চও থাকবে। পাশাপাশি থাকবে মহিলা ও পুরুষদের শৌচালয়, ৪টি ওয়াটার কুলার, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, এমার্জেন্সি লাইটনিং ফেসিলিটি, ট্যাকটাইল ফ্লোর ইনডিকেটর।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
New Garia-Airport Metro Update: চিংড়িহাটা মেট্রো স্টেশনের কাজ প্রায় শেষ, রয়েছে অত্যাধুনিক সুবিধা, সল্টলেকে ঢোকা এবার অনেক সহজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement