Bangla News: ভারতীয় কৃষিতে বিপ্লব, কৃষকদের জন্য কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের গেম-চেঞ্জিং উদ্যোগ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Sourav Tewari
Last Updated:
Bangla News: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষি-ঋণ (KCC এবং MISS) এবং শস্য বিমা (PMFBY/RWBCIS) ওপরে বিশেষ উদ্যোগ নিয়েছেন।
কলকাতাঃ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষি-ঋণ (KCC এবং MISS) এবং শস্য বিমা (PMFBY/RWBCIS) ওপরে বিশেষ উদ্যোগ নিয়েছেন। মন্ত্রক সূত্রে খবর, কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের তরফ থেকে তিনটি উদ্যোগ শুরু করা হয়েছে, কিষান ঋণ পোর্টাল (KRP), কিষান ক্রেডিট কার্ড (KCC) ঘর ঘর অভিযান যার ক্ষেত্রে কিষান ক্রেডিট কার্ডের সুবিধা দেশের সমস্ত কৃষকের কাছে পৌঁছে যাবে। ‘ওয়েদার ইনফরমেশন নেটওয়ার্ক ডেটা সিস্টেম’ (WINDS) একটি ম্যানুয়াল প্রকাশ করা হয় মঙ্গলবার।
মন্ত্রক সূত্রে খবর যে এই উদ্যোগগুলির লক্ষ্য কৃষিতে বিপ্লব ঘটানো, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, ডেটা ব্যবহার অপ্টিমাইজ করা এবং সারা দেশে কৃষকদের জীবনযাত্রার উন্নতি করা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘর ঘর কিষান ক্রেডিট কার্ডের (KCC) অভিযানের সাফল্যের জন্য ব্যাঙ্কগুলির পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
আরও পড়ুনঃ গণেশ চতুর্থীতে নবজোয়ারের ছবি প্রকাশ! অভিষেককে ‘জননেতা’ আখ্যা! লোকসভা ভোটের আগেই বড় তাস তৃণমূলের
কেন্দ্রীয় অর্থমন্ত্রী কৃষি মন্ত্রকের উদ্যোগ এবং প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY)-র সফল বাস্তবায়নের জন্য প্রশংসা করেন। তিনি বলেন, এখনও পর্যন্ত ১,৪০,০০০ কোটিরও বেশি বিমার পরিমাণ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে, যার প্রিমিয়াম পরিমাণ ২৯,০০০ কোটি। পাশাপাশি ধান এবং গম ফসলের আউটপুটের জন্য বাস্তব সময়ের অনুমানের প্রশংসা করেন এবং দালহান এবং তিলহান ফসলে প্রাক্কলন বাড়ানোর আহ্বান জানান যাতে প্রয়োজনে তাদের আমদানির জন্য আরও ভাল পরিকল্পনা করা যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আপনি কি অতিরিক্ত ঘামেন! কোন কোন রোগ বাসা বাঁধতে পারে শরীরে? সাবধান করছেন চিকিৎসকরা
অর্থমন্ত্রী বলেছেন, ফসলের প্রকৃত সময় অনুমান অর্থনীতিকে সাহায্য করবে এবং ফসলের মরসুমের শেষে কৃষকদের জন্য সঠিক মূল্য নিশ্চিত করবে তারই সঙ্গে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক এবং সমবায় ব্যাঙ্কগুলির সম্পূর্ণ স্বয়ংক্রিয়করণের জন্যও আহ্বান জানান এবং এই ব্যাঙ্কগুলির জন্য ঋণ অনুমোদন এবং ঋণ বিতরণের মধ্যে ব্যবধান অধ্যয়ন করার জন্য আর্থিক পরিষেবা বিভাগকে নির্দেশ ও দেওয়া হয়েছে।
advertisement
মঙ্গলবার তিন উদ্যোগের উদ্বোধনের অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানান, বর্তমান সরকারের অধীনে কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে যে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং কৃষি মন্ত্রণালয়ের বাজেট ৫০ কোটি টাকা থেকে বেড়েছে। ২০১৩-১৪ সালে ২৩,০০০ কোটি থেকে ২০২৩-২৪ সালে ১,২৫,০০০ কোটি। WINDS ম্যানুয়াল সম্পর্কে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, লক্ষ্য হল বাস্তব সময়ের আবহাওয়ার তথ্য নিশ্চিত করা যাতে কৃষকরা সঠিক সময়ে তাদের ফসলের জন্য সঠিক সতর্কতা অবলম্বন করতে পারে।
advertisement
কৃষিমন্ত্রী জানান, প্রযুক্তির ব্যবহার এবং স্বচ্ছতা কৃষির জন্য গুরুত্বপূর্ণ এবং এই সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। কৃষিমন্ত্রী জানান, পিএম কিষাণ সম্মান নিধির অধীনে প্রায় ৯ কোটি উপকারভোগী রয়েছে এবং কেসিসি ঘরবাড়ি অভিযানের লক্ষ্য হল প্রায় ১.৫কোটি উপকারভোগীদের সংযোগ করা যারা এখনও কেসিসি (KCC) স্কিমের সঙ্গে যুক্ত নয়। কৃষি মন্ত্রী আরও জানান, করোনা মহামারীর সময়েও কৃষকদের প্রায় ২ কোটি কেসিসি দেওয়ার জন্য অর্থ মন্ত্রক এবং ব্যাঙ্কগুলিকে ধন্যবাদ জানান। কৃষি মন্ত্রীর দাবি, এটি কৃষি এবং গ্রামীণ খাত যা মহামারী চলাকালীনও অর্থনীতিকে এগিয়ে রেখেছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2023 9:47 AM IST