মদ খাইয়ে রাতভর নাবালিকাকে কিভাবে গণধর্ষণ পুলিশকে জানাল অভিযুক্তরা, গ্রেফতার বাড়ি মালিকও

Last Updated:

অভিযুক্ত বিকাশ মল্লিকের এক আত্মীয়ের দাবি, ‘ফ্ল‍্যাটে পার্টি হয়েছিল। একসাথে মদ খেয়েছে মেয়ে। তারপর ওরা কিছু করেছে। রেপ হলে সবাই জানত। আজ পর্যন্ত একবালপুরে রেপ হয় নি।’

#কলকাতা: কলকাতায় ফের গণধর্ষণের অভিযোগ। নিগৃহীতার অভিযোগ, রোজ ডে’র পার্টি বলে ডেকে এনে নাবালিকাকে গণধর্ষণ করে ৪ যুবক। পুলিশের দাবি, অভিযোগ স্বীকার করেছে ৪ অভিযুক্ত।
একবালপুরের ভূকৈলাস রোডের বন্ধ ফ্ল‍্যাট। অভিযোগ, বৃহস্পতিবার রাতে এই ফ্ল‍্যাটেই এক নাবালিকাকে গণধর্ষণ করে ৪ যুবক। ৪ অভিযুক্তকে শুক্রবারই গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি অপরাধ স্বীকার করেছে তাঁরা। পুলিশকে ধৃতরা জানিয়েছে, নাবালিকার বন্ধু অমরজি‍ৎ পাল ওরফে রাহুল তাঁকে রোজ ডের পার্টির জন‍্য ডেকেছিল। বন্ধুর বাড়ি যাবে বলেই বাড়ি থেকে বের হয় সপ্তম শ্রেণীর ছাত্রী।
advertisement
পর্ণশ্রী এলাকার একটি দোকানে অমরজিতের সঙ্গে দেখা করে পড়ুয়া। সেখানেই ছিল আরেক অভিযুক্ত মনোজ শর্মা। ছাত্রীকে একবালপুরের ফ্ল‍্যাটে নিয়ে আসে তারাই। ফ্ল‍্যাটেই ছিল অভিযুক্ত ঋত্বিক রাম। পরে ফ্ল‍্যাটে আসে অভিযুক্ত বিকাশ মল্লিক। সেখানেই ছাত্রীর উপর নির্যাতন হয় ৷
advertisement
অভিযুক্ত বিকাশ মল্লিকের এক আত্মীয়ের দাবি, ‘ফ্ল‍্যাটে পার্টি হয়েছিল। একসাথে মদ খেয়েছে মেয়ে। তারপর ওরা কিছু করেছে। রেপ হলে সবাই জানত। আজ পর্যন্ত একবালপুরে রেপ হয় নি।’ কিশোরী রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। পর্ণশ্রী থানা, একবালপুর থানা, দক্ষিণ বন্দর থানার যৌথ অভিযানে শুক্রবারই গ্রেফতার করা হয় ৪ অভিযুক্তকে। ফ্ল‍্যাটের অনুমতি কে দিল, ফ্ল‍্যাটের খোঁজ কিভাবে পেল, খতিয়ে দেখছে পুলিশ ৷ শনিবার আলিপুর আদালতে পেশ করা হয় ধৃতদের। বাড়ির মালিককেও আটক করা হয়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
মদ খাইয়ে রাতভর নাবালিকাকে কিভাবে গণধর্ষণ পুলিশকে জানাল অভিযুক্তরা, গ্রেফতার বাড়ি মালিকও
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement