DA: ১ মার্চ থেকেই ২ কিস্তির মহার্ঘ ভাতা, বিজ্ঞপ্তি জারি নবান্নের

Last Updated:

২০২১ সালে জানুয়ারি মাসে ৩  শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার। এবারের বাজেটে আরও ৩ শতাংশ যুক্ত হয়েছে।

নবান্ন।
নবান্ন।
কলকাতা: বাজেট অধিবেশনের দিন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী ঘোষণা করেছিলেন ৩ শতাংশ মহার্ঘ ভাতার। গত ১৫ ফেব্রুয়ারি সেই ঘোষণার পর শুক্রবার সন্ধ্যায় নবান্ন বিজ্ঞপ্তি জারি করল। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি কর্মচারী, সরকারি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অনুমোদিত স্বশাসিত সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুর নিগম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করছে রাজ্য সরকার।
১ মার্চ থেকে ৬ শতাংশ হারে ডি এ পাবেন কর্মীরা। ২০২১ সালে জানুয়ারি মাসে ৩  শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার। এবারের বাজেটে আরও ৩ শতাংশ যুক্ত হয়েছে। তাই মার্চ মাস থেকে ছয় শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। যদিও শুক্রবারের এই বিজ্ঞপ্তির পরেও ক্ষোভ কমেনি রাজ্য সরকারের কর্মচারীদের।
advertisement
advertisement
 এর আগে ডিএ- এর দাবিতে ২১ ও ২২ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে দুদিনের কর্ম বিরতি পালন করেছেন সংগ্রামী যৌথ মঞ্চে সদস্যরা। শুধু তাই নয়, ডিএ- এর দাবিতে আগামী ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘটের ডাকও দিয়েছেন তাঁরা। এ দিনের বিজ্ঞপ্তি পরামর্শ সরকারি কর্মচারীদের একাংশ তাঁদের আন্দোলন জারি করার পক্ষেই মত দিয়েছেন। যদিও তৃণমূলের সরকারি কর্মচারীদের সংগঠনের কথায় "সুপ্রিম কোর্টে ডি এ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। তাই তার আগে কোন মন্তব্য করা উচিত নয়।"
advertisement
যদিও কর্মবিরতির দিনে সরকারি কর্মচারীরা যাতে অফিসে উপস্থিত থাকেন তার জন্য রাজ্য অর্থ দফতর নির্দেশিকা জারি করেছিল। নির্দেশিকায় অর্থ দফতর জানিয়েছিল যদি ২১ ও ২২  ফেব্রুয়ারি কোনও সরকারি কর্মচারী অনুপস্থিত থাকেন তাহলে ব্রেক সার্ভিস হবে তাঁর। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে শোকজ করা হবে। শো কজের উত্তর যথাযথ না দিতে পারলে বিভাগীয় তদন্তের সম্মুখীন হতে হবে ওই কর্মীকে। গোটা প্রক্রিয়াটি ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
DA: ১ মার্চ থেকেই ২ কিস্তির মহার্ঘ ভাতা, বিজ্ঞপ্তি জারি নবান্নের
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement