#কলকাতা: অন্যান্য বোর্ডের দশম শ্রেণীর পড়ুয়াদের তুলনায় যাতে কোনওভাবে পিছিয়ে না পড়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা সেই উদ্দেশ্যে পঠনপাঠনে বড়সড় পরিবর্তন আনছে পর্ষদ ৷ শুধু নোট নয়, পড়ুয়াদের হাতে-কলমে শেখানোর জন্য এবার থেকে ক্লাসরুমে হবে প্রযুক্তির ব্যবহার ৷
মাধ্যমিক স্তরে নোট নির্ভরতা কমানোর উদ্যোগ নিল সিলেবাস কমিটি ৷ নোট বাদে বিজ্ঞানের প্রতি বিষয়ে হাতে কলমে পাঠ দেওয়ার জন্য এবার থেকে পড়ানোর সময় 2D ও 3D প্রযুক্তির ব্যবহার করবেন শিক্ষকেরা ৷
নবম-দশম শ্রেণির পড়ুয়াদের বিজ্ঞানের বিষয়গুলি পড়ানোর জন্য ব্যবহার করা হবে স্মার্ট ক্লাসরুম ৷ 2D ও 3D প্রযুক্তির ব্যবহার করে ভিডিও-এর মাধ্যমে শেখানো হবে বিজ্ঞানের খুঁটিনাটি ৷ এই উদ্দেশ্যে পৃথক ৫০টি ভিডিও তৈরি করছে সিলেবাস কমিটি ৷ স্মার্ট ক্লাসরুম থাকা স্কুলগুলিতে এই ভিডিও পাঠানো হবে বলে জানিয়েছেন সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।