পরবর্তী বছর মাধ্যমিক শুরু হবে ১২ মার্চ এবং শেষ হবে ২১ মার্চ ৷ অন্যদিকে উচ্চমাধ্যমিকের নয়া সূচি অনুযায়ী ২০১৮-এ উচ্চমাধ্যমিক শুরু হবে ২৭ মার্চ, শেষ ১১ এপ্রিল ৷
স্কুল শিক্ষা দফতর ইতিমধ্যেই ১৫ মার্চ থেকে ১০-ই এপ্রিলের মধ্যে মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে পরীক্ষা শেষ করতে বলে ৷ সেই মতোই তৈরি হয়েছে নয়া সূচি ৷ সাধারণরত ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের শেষে মাধ্যমিক ও মার্চের মাঝামাঝি উচ্চমাধ্যমিক শুরু হয়।
advertisement
সম্ভবত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই কি পিছোনো হচ্ছে মাধ্যমিক পরীক্ষা? গত বছরেও বিধানসভা নির্বাচনের জেরে প্রায় এক মাস এগিয়ে আনা হয় মাধ্যমিক পরীক্ষা। সাধারণত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 06, 2017 6:07 PM IST