Exclusive: বেহালায় সদ্যোজাত শিশুর নাম রাখা হল ‘করোনাস’! ডাক্তারবাবু নিজেই করলেন নামকরণ
- Published by:Akash Misra
Last Updated:
বেহালায় এক সদ্যজাত শিশুর নাম রাখা হল "করোনাস" ডাক্তারবাবু নিজেই করলেন নামকরণ। বৃহস্পতিবার সকাল থেকে প্রসব যন্ত্রনায় ছটফট করছিলেন শিখা মন্ডল।
#কলকাতা: বেহালায় এক সদ্যজাত শিশুর নাম রাখা হল "করোনাস" ডাক্তারবাবু নিজেই করলেন নামকরণ। বৃহস্পতিবার সকাল থেকে প্রসব যন্ত্রনায় ছটফট করছিলেন শিখা মন্ডল। ঠাকুরপুকুর কবরডাঙ্গা অঞ্চলের বাসিন্দা শিখা দেবী। অন্তঃসত্বা হবার পর থেকে এম আর বাঙ্গুর হাসপাতাল ডাক্তার দেখাতেন তিনি। গত মাসেও সেখানে ডাক্তার দেখিয়ে এসেছেন। কিন্তু এই মুহূর্তে করোনা আক্রান্ত রোগীদের রাখা হচ্ছে এমআর বাঙ্গুর হাসপাতালে। তাই সেই হাসপাতলে যেতে ভয় পান শিখা দেবী। ফলে প্রসব যন্ত্রনায় ছটফট করতে থাকা শিখা দেবীকে নিয়ে সমস্যায় পড়েন স্বামী গৌরী মন্ডল। লকডাউন চলায় কোনভাবেই স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাবার উপায় পাচ্ছিলেন না। এরমধ্যেই শিখা দেবী অনুভব করেন পেটে সন্তানের কোনও নড়াচড়া হচ্ছে না। এই ঘটনায় আরও ভয় পেয়ে যায় মন্ডল পরিবার। এক বন্ধুর থেকে ডাক্তার কৌশিক রায়চৌধুরীর ফোন নম্বর পান গৌর মন্ডল। বেহালা পর্ণশ্রী অঞ্চলে বাড়ি ডাক্তারের। একটা অটো জোগাড় করে গৌর বাবু স্ত্রীকে নিয়ে যান ডাক্তারের কাছে। শিখা মন্ডলকে পরীক্ষা করার পর ডাক্তার কৌশিক রায়চৌধুরী বুঝতে পারেন অবিলম্বে অস্ত্রোপচার প্রয়োজন। নাহলে সন্তানটিকে বাচাঁনোর মুশকিল হবে। কারণ হৃদস্পন্দন পাওয়া যাচ্ছে না। কিন্তু অপারেশন থিয়েটার কোথায় মিলবে। পেশায় গাড়িচালক গৌর বাবুর আর্থিক সামর্থ্য সেরকম নেই। কোনও নার্সিংহোমে ভর্তি করানোর মতো আর্থিক অবস্থা নেই। ফলে উপায়?
এই পরিস্থিতি দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন ডাক্তার কৌশিক রায়চৌধুরী। তিনি খোঁজ করতে শুরু করেন বেহালা অঞ্চলে কোনও নার্সিংহোম পাওয়া যায় কিনা। এক বন্ধুর মাধ্যমে শকুন্তলা মেটারনিটি নার্সিংহোমের খবর পান। যেখানে সমাজের প্রান্তিক মানুষদের কম পয়সায় চিকিৎসা করা হয়। ডাক্তার কৌশিক বাবু নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ করেন। আশ্বাস পেয়ে শিখা মন্ডলকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তবে এখানেও সমস্যা দেখা দেয়। লকডাউন ডাক্তারবাবুর গাড়ি চালক না থাকায় চিন্তা বাড়তে থাকে। শিখা মন্ডলের স্বামী গৌর মণ্ডল পেশায় গাড়িচালক হওয়ায় তিনি নিজেই গাড়ি চালানোর দায়িত্ব নেন। ডাক্তার কৌশিক রায়চৌধুরীর গাড়িতে শিখা মন্ডলকে নার্সিংহোমে নিয়ে ভর্তি করানো হয়। 7 ই এপ্রিল রাত আটটায় ভর্তি হয়। অস্ত্রোপচার করেন ডাক্তার কৌশিক রায়চৌধুরী নিজেই। রাত 8টা 49 একটি পুত্র সন্তানের জন্ম দেন শিখা দেবী। ডাক্তার কৌশিক বাবু এই সন্তানের নাম ঠিক করেন। শিখা ও গৌর মন্ডলের সদ্যোজাত সন্তানের নাম রাখেন "করোনাস।"
advertisement
এই রূপ নামকরণের কারণ হিসেবে ডাক্তার কৌশিক রায়চৌধুরী জানান,"করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে। তার মধ্যেই অনেক প্রতিকূলতাকে দূর করে এই সন্তানের জন্ম। করোনাকে জয় করে যার জন্ম তার নামই করোনাস। তবে একটা জিনিস বলে রাখা ভালো মা ও সন্তানের কোনও করোনা সংক্রমণ নেই। আসলে পরিস্থিতির বিচারে এই এই নামকরণ। মা এবং সন্তান দুজনেই ভালো আছেন। রবিবার সকালে নার্সিংহোম থেকে ছাড়া হবে।" ডাক্তার রায়চৌধুরী আরও জানান, "গত বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচার না হলে সন্তানটিকে বাঁচানো সম্ভব হতো না। হৃদস্পন্দন পাওয়া যাচ্ছিল না। আসলে মায়ের নাড়ি সন্তানের গলায় জড়িয়ে যাওয়ায় এই সমস্যা হয়। তবে আমি কৃতজ্ঞ নার্সিংহোমের কাছে। নার্সিংহোমের সঙ্গে যুক্ত না থাকলেও যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তা ভাবা যায় না। একজন মায়ের কোলে সন্তানকে তুলে দিতে পেরেছি। আমরা সবাই খুশি।"
advertisement
advertisement
শিখা মন্ডলের অস্ত্রোপচারের জন্য কোনও পারিশ্রমিক নেননি ডাক্তার কৌশিক রায়চৌধুরী। এমনকি রবিবার ডাক্তারবাবু নিজের গাড়ি করেই শিখা মন্ডল ও তার সদ্যোজাত সন্তানকে বাড়ি পৌঁছে দেবেন বলে জানান। ডাক্তার কৌশিক রায়চৌধুরী থেকে এরকম সাহায্য পেয়ে আপ্লুত মন্ডল পরিবার। গৌর মন্ডল বলেন, "ডাক্তারবাবু না থাকলে কি হতো জানিনা। ছেলের নাম ডাক্তারবাবু যা দিয়েছেন তাতেই আমরা খুশি। করোনাস মন্ডল নামে আমার সন্তান পরিচিতি পাক।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 11, 2020 6:34 PM IST