ওলা, উবরের লড়াইয়ে নয়া অ্যাপ ক্যাব, কলকাতায় চালু হচ্ছে জাস্ট গো
Last Updated:
নেই সার্জচার্জ। ওলা, উবরের বাজার দখলে কলকাতায় আসছে নতুন অ্যাপ ক্যাব।
#কলকাতা: নেই সার্জচার্জ। ওলা, উবরের বাজার দখলে কলকাতায় আসছে নতুন অ্যাপ ক্যাব। রাজ্যের নিরাপত্তাবিধি মেনে তিন হাজার গাড়িতে থাকছে সিসিটিভি, প্যানিক বাটন। লালবাজারের কন্ট্রোল রুমেও থাকবে যাবতীয় তথ্য।
বছর ছয়েক আগে কলকাতায় চালু হয় অ্যাপ ক্যাব। ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে ওলা, উবর। কিন্তু, এই দুই ক্যাব সংস্থার বিরুদ্ধেই এখন ভুরি ভুরি অভিযোগ। অতিরিক্ত ভাড়ায় যাত্রীদের নাভিশ্বাস ওঠার অবস্থা। রাজ্যের নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ইচ্ছেমতো ভাড়া নেওয়া হচ্ছে। বৃষ্টি বা অফিস টাইমে তো কথাই নেই। ঝোপ বুঝে কোপ মারতে জুরি মেলা ভার ওলা, উবরের। এই পরিস্থিতিতে শহরবাসীর মুখের হাসি চওড়া করতে শনিবার চালু হচ্ছে জাস্ট গো। নয়া এই অ্যাপ ক্যাবে সস্তায় কলকাতার বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ মিলবে। সংস্থা সূত্রে খবর,
advertisement
advertisement
-জাস্ট গো-র বেস ফেয়ার হচ্ছে ৪৫ টাকা
-প্রথম ২ কিলোমিটার ভাড়া বাড়বে না
-তারপর থেকে এসি ট্যাক্সির হারে ভাড়া বাড়বে
নয়া এই অ্যাপ ক্যাবে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিধিই মানা হচ্ছে। প্রতিটি গাড়িতে থাকছে,
-সিসিটিভি, প্যানিক বাটন
-গাড়ি বুক করলেই যাত্রীর পরিচিত পাঁচজনের কাছে যাবতীয় তথ্য চলে যাবে
advertisement
-এসওএসের মাধ্যমে লালবাজারের কন্ট্রোল রুমেও তথ্য পৌঁছবে
প্রাথমিকভাবে গতিধারা প্রকল্পের ৩ হাজার গাড়িকে বাছাই করে জাস্ট গো পরিষেবা চালু হচ্ছে। পরে যুক্ত হবে হলুদ ট্যাক্সি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2018 12:01 PM IST