নেতাজির শ্রদ্ধায় কলকাতা পুলিশের নতুন ব্যাটেলিয়ন, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

বাজেটে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) বন্দনায় মাতলেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীকে মাথায় রেখেই একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন মমতা৷

#কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2021) আগে দ্বিতীয় তৃণমূল সরকারের বিদায়ী বাজেটে (Bengal Budget 2021) যেন কল্পতরু হয়ে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ এদিনের বাজেটে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) বন্দনায় মাতলেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীকে মাথায় রেখেই  একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন মমতা৷
এদিন বিধানসভায় মমতা জানালেন যে, কলকাতা পুলিশের নতুন নেতাজি ব্যাটেলিয়ন হচ্ছে। যার জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি৷ এছাড়াও নেতাজি রাজ্য যোজনা কমিশন হচ্ছে পশ্চিমবঙ্গে৷ এরজন্য ৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন মমতা৷ এখানেই শেষ নয়, মমতা আগেই বলেছিলেন যে, নিউটাউনে নেতাজির নামে একটি 'আজাদ হিন্দ স্মারক' হবে৷ এদিন সেই ঘোষণায় সিলমোহয় দিয়েই জানালেন যে, এই মনুমেন্টের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি৷ এছাড়াও রাজ্যের ২৩টি জেলায় 'জয় হিন্দ ভবন' গড়ে উঠবেন বলেও জানান মমতা৷ এই প্রকল্পেও বরাদ্দ হয়েছে ২০০ কোটি টাকা৷
advertisement
advertisement
নেতাজি ১২৫তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে গত ২৩ জানুয়ারি রাজ্য–কেন্দ্রের সঙ্ঘাত চরমে পৌঁছেছিল। বিজেপি-কে তোপ দেগে মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন যে, ভোটের আগে একবার নয়, আজীবন তিনি নেতাজির পরিবারের সঙ্গেই থেকে এসেছেন৷ সেই দিন নেতাজির জন্মদিন উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখতে যাওয়া মাত্র জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় দর্শকাসন থেকে৷ বিজেপি সমর্থকরাই এই কাণ্ড ঘটান বলে অভিযোগ৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এই ঘটনার প্রতিবাদে অনুষ্ঠানে বক্তব্যও রাখেননি৷ প্রধানমন্ত্রীর সামনেই বিষয়টি নিয়ে সরব হন তিনি৷ বাজেটে পেশের সময়ও কেন্দ্রকে তোপ দাগলেন মমতা৷ তিনি বলেন যে, ভারতে জাতীয় পরিকল্পনার কথা প্রথম নেতাজিই করেছিলেন৷ কিন্তু দুর্ভাগ্যজনক যে, কেন্দ্র সেই যোজনা কমিশন তুলে দিয়েছে৷ নেতাজিকে স্মরণ করেই তিনি রাজ্যে যোজনা কমিশন চালু করছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নেতাজির শ্রদ্ধায় কলকাতা পুলিশের নতুন ব্যাটেলিয়ন, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement