নেতাজির ১২১ তম জন্মবার্ষিকীতে রাজ্যজুড়ে শ্রদ্ধাজ্ঞাপন
Last Updated:
আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২১ তম জন্মবার্ষিকী এবং ১২২ তম জন্মদিন।
#কলকাতা: আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২১ তম জন্মবার্ষিকী এবং ১২২ তম জন্মদিন। কলকাতা থেকে জেলার বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে নেতাজির জন্মবার্ষিকী। নেতাজি ভবনে বিশেষ অনুষ্ঠানে হাজির রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।
নেতাজি সম্পর্কিত বেশ কিছু বই আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হয় এদিন। তার মধ্যে আছে কৃষ্ণা বসুর লেখা ছোটদের নেতাজি বইটি। এবার নেতাজির জন্মদিনে ফরোয়ার্ড ব্লক-সহ বাম দলগুলি আকাশবাণীর সামনে রেড রোডে কোনও অনুষ্ঠান করছে না।
পরিবর্তিত সূচী অনুযায়ী একই সময়ে তাঁরা রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সভা করবে। ওখান থেকে একটি মিছিল আসার কথা রেড রোডে। রেড রোডে আকাশবাণীর সামনে নেতাজি জন্মজয়ন্তী পালন করবে রাজ্য সরকার। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২০তম জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধানিবেদন করলেন দেশের শীর্ষ নেতৃত্ব। দাভোস থেকে ট্যুইটারে ভিডিও পোস্ট করে তিনি ৷ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 23, 2018 11:39 AM IST