লক্ষ্য শীতকালীন পর্যটক, ৩ বছর পর ফের পথে এনবিএসটিসি-র বাতানুকূল বাস

Last Updated:

NBSTC Air Conditioned Bus: শিলিগুড়ি, রায়গঞ্জ কোচবিহার ডিপো থেকে কলকাতার উদ্দেশে চলবে এই বাসগুলি

শিলিগুড়ি, রায়গঞ্জ কোচবিহার ডিপো থেকে কলকাতার উদ্দেশে চলবে এই বাসগুলি
শিলিগুড়ি, রায়গঞ্জ কোচবিহার ডিপো থেকে কলকাতার উদ্দেশে চলবে এই বাসগুলি
কলকাতা : প্রায় ৩ বছর বন্ধ থাকার পর ফের শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালানোর ভাবনা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। শিলিগুড়ি, রায়গঞ্জ কোচবিহার ডিপো থেকে কলকাতার উদ্দেশে চলবে এই বাসগুলি। আপাতত ৩টি এসি বাস চলবে শিলিগুড়ি-কলকাতা, কোচবিহার-শিলিগুড়ি ও কোচবিহার-রায়গঞ্জ রুটে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, ‘‘একটা সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ১৪টা শীতাতপ নিয়ন্ত্রিত বাস রাস্তায় চলত। বিভিন্ন কারণে সেই পরিষেবা বন্ধ হয়ে ছিল। প্রায় ৩ বছর বন্ধ থাকার পর সেই পরিস্থিতি কাটিয়ে আবার আমরা এসি বাস পরিষেবা চালুর উদ্যোগ গ্রহণ করেছি। প্রাথমিকভাবে, শিলিগুড়ি-কলকাতা, কোচবিহার-শিলিগুড়ি ও কোচবিহার-রায়গঞ্জ এই ৩টি রুটে আমরা এই বাস খুব শীঘ্রই চালু করতে চলেছি। চাহিদা অনুযায়ী ধাপে ধাপে এসি বাসের সংখ্যা বাড়ানো হবে।”
advertisement
আরও পড়ুন : হৃদরোগে আক্রান্ত আমির খানের মা জীনাত, ভর্তি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে
দু বছরের বেশি সময় ধরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ১৪টি এসি বাস বসে রয়েছে। পরিকাঠামোগত সমস্যায় বাসগুলি রাস্তায় নামাতে পারছে না নিগম। বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে সেগুলির মধ্যে মাত্র তিনটি বাস তারা ফের চালু করার পরিকল্পনা নিয়েছে। পার্থপ্রতিম রায় জানিয়েছেন, নিগম এই বিষয়ে বেশ কিছু পদক্ষেপ করেছে। একসময় নিগমের ১৪টি এসি বাস চলত। মাঝখানে দেখভালের অভাবে এবং পর্যাপ্ত উপার্জন না থাকায় বাসগুলি বন্ধ হয়ে যায়। তার মধ্যে তিনটি বাস ফের চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিলিগুড়ি, কোচবিহার এবং রায়গঞ্জ থেকে তিনটি বাস শীঘ্রই পরীক্ষামূলকভাবে চালু হবে। কোচবিহার- শিলিগুড়ি, রায়গঞ্জ -শিলিগুড়ি এবং শিলিগুড়ি-কলকাতা রুটে এসি বাসগুলি চলবে।
advertisement
advertisement
আরও পড়ুন :  শীতের আমেজ সকাল-সন্ধ্যায়, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
তিনি জানিয়েছেন, কোভিডের সময় থেকে দুই থেকে আড়াই বছর বাসগুলো বন্ধ ছিল। ধাপে ধাপে সব বাস চালু করা হবে। কেন এতদিন এসি বাস বন্ধ রয়েছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, মেকানিক নিয়ে সমস্যা আর কিছু রুটে ক্ষতির কারণে পরিষেবা বন্ধ ছিল। আপাতত সমস্যা মেটানোর কাজ চলছে। ধাপে ধাপে যাত্রী সংখ্যা দেখে রুট বাছাই করে বাস নামানো হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
লক্ষ্য শীতকালীন পর্যটক, ৩ বছর পর ফের পথে এনবিএসটিসি-র বাতানুকূল বাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement