Nawsad Siddique: সঙ্গী সেই ভাঙা গাড়ি, এবার ভিন রাজ্যেও যাচ্ছেন নওশাদ! পরিকল্পনা শুনলে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Nawsad Siddique: বৃহস্পতিবার নওশাদ সিদ্দিকি ফের রাজ্য সরকারকে আক্রমণ শানিয়ে বলেন, ''ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান বদলানোর রাজনৈতিক চমক করে লাভ নেই।''
কলকাতা: ৪২ দিন জেলে থাকার পর, জামিন পেয়ে ভাঙড়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষে ভেঙে যাওয়া গাড়ি নিয়ে বিধানসভায় গিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। একইসঙ্গে তিনি পণ করেন, তৃণমূল সরকারের পতন না হওয়া পর্যন্ত ভাঙা গাড়িই ব্যবহার করবেন। এবার সেই ভাঙা গাড়ি নিয়ে দেশের অন্য রাজ্যেও যাবেন নওশাদ। সেই সব রাজ্যের বিধায়কদের সঙ্গে কথা বলবেন রাজ্যের পরিস্থিতি নিয়ে।
বৃহস্পতিবার নওশাদ ফের রাজ্য সরকারকে আক্রমণ শানিয়ে বলেন, ''ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান বদলানোর রাজনৈতিক চমক করে লাভ নেই। সরকার উন্নয়নের কাজটা করুক। আগে জানাক ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট বোর্ডের অফিসটা কোথায়?''
advertisement
নওশাদের দাবি, ''একটা শ্বেতপত্র প্রকাশ করে উন্নয়নের খতিয়ান দিক সরকার। আমার সঙ্গে রাজনীতির বাইরে কারও খারাপ সম্পর্ক নয়। আমি বিরোধী দল করেও চাই আগে উন্নয়ন হোক।'' এর আগে বিধানসভায় বাজেট অধিবেশেনর দ্বিতীয় পর্বে কেন স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হচ্ছে না, তা নিয়ে সরব হয়েছেন নওশাদ।
advertisement
ভাঙড়ে ভাঙচুর হওয়া সেই কালো স্করপিও নিয়েই এদিন বিধানসভায় হাজির হলেন নওশাদ সিদ্দিকি। প্রেসিডেন্সি জেল থেকে ৪২ দিনের মাথায় গত শনিবার মুক্তি পেয়েছিলেন আইএসএফ বিধায়ক। বিধানসভায় সোমবার বাজেট অধিবেশেনর দ্বিতীয় পর্বে নির্দিষ্ট সময়েই হাজির হন তিনি। আইএসএফ-এর প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ভাঙড়ের হাতিশালায় নওশাদের গাড়ি ভাঙচুর হয়েছিল। এবার সেই গাড়ি নিয়ে ভিন রাজ্যেও হাজির হবেন নওশাদ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 09, 2023 2:07 PM IST