Nawsad Siddique: 'হাফপ্যান্ট দেওয়া হয় যার কোনও...', লালবাজারের সেন্ট্রাল লকআপে থাকার অভিজ্ঞতা বিধানসভায় তুললেন নওসাদ

Last Updated:

Nawsad Siddique: কারও কথা শুনে নয়। নিজের অভিজ্ঞতার কথা বিধানসভায় উল্লেখ করলেন তিনি। এমনই দাবি ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকির।

নওসাদ সিদ্দিকি
File ছবি
নওসাদ সিদ্দিকি File ছবি
কলকাতা: কারও কথা শুনে নয়। নিজের অভিজ্ঞতার কথা বিধানসভায় উল্লেখ করলেন তিনি। এমনই দাবি ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকির। গ্রেফতার হওয়ার পর লালবাজার সেন্ট্রাল হলে কিছুদিন থাকার অভিজ্ঞতা সোমবার বিধানসভায় তুলে ধরে অভিযোগ করেন নওসাদ। একজন অভিযুক্তদের সঙ্গে সেখানে কী রকম ব্যবহার করা হয়ে থাকে এবং পরিষেবা বলতেও তাঁদের কী দেওয়া হয় তা তুলে ধরেন নিজের বক্তব্যে। পোশাক থেকে খাবার, চিকিৎসা থেকে শৌচাগার। প্রতিটা বিষয় তুলে ধরেন বলে দাবি করেন নওসাদ।
ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান বলেন, “আজ আমি স্বরাষ্ট্র দফতরে মন্ত্রীর কাছে মেনশন করেছি। কলকাতা পুলিশের যে লকআপ রয়েছে লালবাজারে। যেটাকে সেন্ট্রাল লকআপ বলা হয় সেখানে অভিযুক্তদের সঙ্গে বেআইনি ও অমানবিক আচরণ করা হয়। যে অভিযুক্ত হিসেবে আছে সে দোষী নাও হতে পারে। অথচ তাঁর সঙ্গেও আসামির মতো আচরণ করা হয়।
advertisement
advertisement
নওসাদ বলেন, “অভিযুক্তদের পরার জন্য যে পোশাক দেওয়া হয় তা যেমন অপরিচ্ছন্ন তেমনই অশ্লিল। একটা হাফপ্যান্ট দেওয়া হয় সেখানে কোনও বোতাম নেই গুঁজে রাখতে হয়। টয়লেটগুলো খুবই অপরিচ্ছন্ন। একটা সাবান পর্যন্ত সেখানে দেওয়া হয় না। টয়লেটে ফুটো করে রাখা আছে। সেখানে গার্ডরা দেখতে পায়। এটা রাইট টু প্রাইভেসিতে আক্রমণ করার সামিল।”
advertisement
“আবার যে খাবার দেওয়া হয় তা অতি নিম্নমানের এবং অপর্যাপ্ত। সকাল ন’টায় চারটে রুটি দেওয়া হয়। এবং রাত ন’টায় চারটে রুটি দেওয়া হয়। মাঝে কয়েকবার লাল চা ও মেরি বিস্কুট দেওয়া হয়। ডাক্তারদের সঙ্গেও অভিযুক্তরা কথা বলতে পারে না নিজেদের সমস্যা নিয়ে। অধিকাংশ ক্ষেত্রে পুলিশ যে রিপোর্ট তৈরি করে দেয় সেটাই করা হয়। সবচেয়ে বড় বিষয় একটা ঘড়ি পর্যন্ত রাখা নেই অভিযুক্তদের জন্য যে সময় দেখবে। আমি ২৪ দিন ছিলাম আমার সঙ্গে ১০ জন ছিল। আমি যা স্বচক্ষে দেখেছি সেই সব কথাই বিধানসভায় বলছি।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nawsad Siddique: 'হাফপ্যান্ট দেওয়া হয় যার কোনও...', লালবাজারের সেন্ট্রাল লকআপে থাকার অভিজ্ঞতা বিধানসভায় তুললেন নওসাদ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement