Nawsad Siddique: লোকসভায় ভোটে 'টার্গেট' কত? বলে দিল ISF! শুধু ডায়মন্ড হারবার নয়, রাজ্যজুড়ে প্রচারে নওশাদ সিদ্দিকী
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Nawsad Siddique: এতদিন RSMP প্রতীক নিয়ে লড়তো ISF অর্থাৎ রাষ্ট্রীয় সেক্যুলার মজলিস পার্টি (RSMP)।তারপরে বিধানসভায় ৩২ আসনে লড়াই করে জেতে শুধু ভাঙড়। এখন ISF দলের প্রতীক হবে 'খাম' চিহ্ন। তাই আর শুধু ভাঙড় নয় রাজ্যজুড়ে ভোট শতাংশ বাড়াতে ঝাঁপাচ্ছে ISF ।
কলকাতা: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। উঠে পরে লেগেছে রাজনৈতিক দলগুলি। ময়দান ছাড়তে নারাজ কেউই। রাজ্যের শাসক দল তৃণমূল, প্রধান বিরোধী দল বিজেপির পাশাপাশি বামেরাও নেমে পড়েছে ভোটযুদ্ধে। এবার লোকসভায় ভোটের টার্গেট বেঁধে দিল ISF। নূন্যতম ১০% ভোটের টার্গেট বেঁধে এগোতে চায় নওশাদ সিদ্দিকীর দল।
লোকসভায় নিজেদের প্রতীকে লড়াই করবে ISF। EVM -এ খাম চিহ্নের পাশে থাকবে ISF নাম। এতদিন RSMP প্রতীক নিয়ে লড়তো ISF অর্থাৎ রাষ্ট্রীয় সেক্যুলার মজলিস পার্টি (RSMP)।তারপরে বিধানসভায় ৩২ আসনে লড়াই করে জেতে শুধু ভাঙড়। এখন ISF দলের প্রতীক হবে ‘খাম’ চিহ্ন। তাই আর শুধু ভাঙড় নয় রাজ্যজুড়ে ভোট শতাংশ বাড়াতে ঝাঁপাচ্ছে ISF ।
advertisement
নিয়ম অনুযায়ী ৬% এর বেশি ভোট পাওয়া দল নিজেদের প্রতীক ধরে রাখতে পারে। প্রয়োজনে একাধিক আসনে বাম – কংগ্রেসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ লড়াই করতে চলেছে আইএসএফ। এমনটাই সূত্রের খবর।
advertisement
ভাঙড়ের গণ্ডি ছাড়িয়ে সারা রাজ্যে নিজেদের অস্তিত্ব জানান দিতে এবার কোমর বাঁধছে ISF.
প্রাপ্ত ভোট শতাংশেে গ্রাফকে উর্দ্ধমুখি করার চেষ্টা। সূত্রের খবর, তাই শুধু ডায়মন্ড হারবারে প্রার্থী হয়ে নিজেকে আটকে রাখা নয় সারা রাজ্যে প্রচারে পৌঁছতে চাইছেন নওশাদ সিদ্দিকী। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতন সংখ্যালঘু জেলায় বিশেষ নজর দিতে চলেছে নওশাদের দল, এমনটাই সূত্রের খবর। এই সব জায়গাতেই আগামী কইদিনে প্রচারে পৌঁছে যাবেন নওশাদ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2024 2:31 PM IST