Narayan Debnath Died: শিশুসাহিত্যিক নারায়ণ দেবনাথের প্রয়াণ, শোকবার্তা মুখ্যমন্ত্রী-সহ সমাজের আট থেকে আশির!

Last Updated:

হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন একমাত্র ডি.লিট প্রাপ্ত কার্টুনিস্ট (Narayan Debnath Died)।

Narayan Debnath Died
Narayan Debnath Died
#কলকাতা: প্রয়াত বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক নারায়ণ দেবনাথ (Narayan Debnath Died)। মঙ্গলবার সকাল দশটা পনেরো মিনিটে মিন্টো পার্কের বেলভিউ হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন একমাত্র ডি.লিট প্রাপ্ত কার্টুনিস্ট (Narayan Debnath Died)। নারায়ণ দেবনাথের প্রয়াণে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Narayan Debnath Died)। তিনি লিখেছেন, 'বিশিষ্ট শিশুসাহিত্যশিল্পী ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৭ বছর। বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল প্রভৃতি চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ সব বয়সের পাঠকের মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৩ সালে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদান করে। রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী সম্মান, সাহিত্য অকাদেমি পুরস্কার ছাড়াও তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি লিট ডিগ্রি পান। তাঁর প্রয়াণে কমিকস্ শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি নারায়ণ দেবনাথের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'
বাঙালির অন্যতম প্রিয় সাহিত্যিকের মৃত্যুতে মন খারাপ সমাজের নানা কাজের সঙ্গে যুক্তদের। কবি সুবোধ সরকার বলেছেন, 'আমরা সকলেই শোকাহত। এমন ভাবে তিনি আমাদে শৈশবকে ঘিরে ছিলেন, পাহাড়া দিয়েছেন, দুষ্টুমি করতে শিখিয়েছেন, পাঁচিল টপকাতে শিখিয়েছিলেন তিনি চলে গেলেন। তিনি আমাদের শৈশবকে আনন্দে ভরিয়ে তুলেছিলেন। এটা সবাই করতে পারেন না। এটা খুবই বিরল কাজ করে গেলেন তিনি। ছবি ছাপতে অনেক সমস্যার মধ্যেও তিনি যা করেছেন তা অসামান্য। ডিজিটাল যুগেও তাঁর কাজ অপরিহার্য। পরিবারকে সমবেদনা।'
advertisement
আরও পড়ুন: নন্টেফন্টে-হাঁদাভোদা-বাঁটুলকে রেখে চলে গেলেন স্রষ্টা, প্রয়াত নারায়ণ দেবনাথ!
বাংলা ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের কথায়, 'গোটা ছোটবেলা জুড়েই তিনি রয়েছেন। এমন কোনও বাঙালি নেই যার ছোটবেলায় নারায়ণ দেবনাথ নেই। খুব সরল কিছু লেখার মাধ্যমে একটা চরিত্রকে ফুটিয়ে তোলার ক্ষমতা ছিল তাঁর। অসাধারণ এক শিল্পী, খুবই মর্মাহত হলাম খবরটা শুনে।'
advertisement
advertisement
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন, 'বয়স হয়েছিল অনেকটাই। এত জনপ্রিয়তা অর্জন করেছিলেন ভাবা যায় না। খুবই মিষ্টি মানুষ ছিলেন, কোনও উগ্রতা ছিল না। সারা জীবনটাই তিনি কাজ করে গেলেন। এটা ক'জন পারেন। এত জনপ্রিয়তা কোনও কার্টুনিস্ট পেয়েছেন বলে আমার মনে হয় না।'
দেব সাহিত্য কুটিরের কর্ণধার রূপা মজুমদার বলেছেন, 'সমগ্র বাংলা সাহিত্যের একটা চরম ক্ষতি। তাঁর কালজয়ী সৃষ্টি সারা জীবন বাঙালি মনে রাখবে। এরা ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। ওঁর সৃষ্টিকে কেউ ভুলতে পারবে না। বাঙালি তাঁকে মনের মণিকোঠায় রেখে দিয়েছেন।'
advertisement
আরও পড়ুন: ওমিক্রনে আক্রান্ত হলে কোন দিনটা সবচেয়ে বেশি সংক্রমণ ছড়ায়? জানুন ও সতর্কতা নিন
অভিনেতা কৌশিক সেনের ভাবনা, 'অনেক বয়স হয়েছিল। অনেকগুলো খারাপ খবর পাচ্ছি কদিন ধরে। শাঁওলি মিত্র, বীরজু মহারাজ চলে গেলেন, আজ নারায়ণ দেবনাথ চলে গেলেন। বিশেষ করে নারায়ণ দেবনাথের জগতটার সঙ্গে আমাদের বহু মানুষের শৈশব জড়িয়ে রয়েছে। ওই জগৎটা রূপকথার, খেলাধুলোর, অ্যাডভেঞ্চারের, তার মধ্যে নারায়ণ দেবনাথও ছিলেন। আমাদের মনের মধ্যেও তিনি ছিলেন, সেটা ভেবে বিষণ্ণ ছিলেন। তাঁর সৃষ্টিগুলো সবই রয়ে গেল, এটাই ভালো।'
advertisement
নারায়ণ দেবনাথের সহকর্মী কার্টুনিস্ট অজিতেশ করের কথায়, 'আমি পরিবারের একজনকে হারালাম। সারা বাংলা জানে নারায়ণ দেবনাথ কে। আমার বাবা থেকে আমার সন্তানরাও বাঁটুল দেখে। একটা চরিত্রকে তৈরি করে প্রাণ দেওয়া, প্রতিদিন চালানো এটা বিরাট শিল্পের কাজ। তাঁর কথা বলা, স্লোগান তৈরি, বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করাটা বড় ভাবনার কাজ। কাজ করতে গিয়ে সামনে থেকে দেখেছি। এটা আমার সৌভাগ্য। সব কটাই সফল চরিত্র, তবে আমরা সব ব্যবহার করতে পারিনি।'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Narayan Debnath Died: শিশুসাহিত্যিক নারায়ণ দেবনাথের প্রয়াণ, শোকবার্তা মুখ্যমন্ত্রী-সহ সমাজের আট থেকে আশির!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement