ঘনিয়ে আসছে ঘুর্ণিঝড় যশ, নারদ-শুনানির সঙ্গে জড়িয়ে কলকাতাবাসীর ভাগ্যও, ট্যুইট ফিরহাদ কন্যার

Last Updated:

নারদমামলার এদিনের শুনানির সঙ্গে যেন জড়িয়ে গিয়েছে রাজ্যবাসীর ভাগ্য।

#কলকাতা: নারদ মামলার শুনানির দিনেই এক অন্য প্রমাদ গুণছে কলকাতা-সহ গোটা রাজ্য। কারণ ঘনিয়ে আসা ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদরা সতর্ক করছেন,আগামী ২৩-২৫ মে বঙ্গোপসাগরীয় উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ। আমফানের স্মৃতি এখনও দগদগে, আর সেখান থেকেই ভয় শহরবাসীর। যদি সত্যিই ফিরহাদ হাকিম-সহ অন্য অভিযুক্তদের ভিন রাজ্যে নিয়ে যেতে সক্ষম হয় সিবিআই, তবে কী ভাবে ঝড়ের মোকাবালি হবে,প্রশ্ন মুখে মুখে। নারদ মামলার এদিনের শুনানির সঙ্গে যেন জড়িয়ে গিয়েছে রাজ্যবাসীর ভাগ্য।
এ দিন প্রশ্নটা তুলে দেন ফিরহাদ কন্যা সাব্বা হাকিম। তিনি ট্যুইটারে লেখেন, গত বছর আমফানের ধ্বংসলীলার পর এক সপ্তাহে পথে নেমে স্বাভাবিক অবস্থা ফিরিয়েছিলেন ফিরহাদ হাকিমষ আদ যখন আরও একটি সাইক্লোন (যশ) আছড়ে পড়ার সম্ভাবনা, কলকাতার ববি হাকিমকে দরকার। তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন #bengalstandswithbobby.
advertisement
advertisement
প্রসঙ্গত, সিবিআই রাজ্যে আইনশৃঙ্খলার দিকে আঙুল তুলে এদিন আদালতে মামলা ভিন স্থানান্তকরণের চেষ্টা করতে পারে। অন্য দিকে অভিযুক্তদের পক্ষে সওয়াল করা হেভিওয়েটরা চাইবে যাতে এই চার হেভিওয়েটকে জামিনে মুক্তি দেওয়া যায়।
এই টানটান উত্তেজনার মধ্যেই শাসকদলের মূল চ্যালেঞ্জ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা. ৩৫৬ জারি হওয়ার সম্ভাবনাকে সর্বতোভাবে আটকানো। জমায়েত এড়াতে হবে করোনা মোকাবিলার স্বার্থে। সে কথা মাথায় রেখে এই হেভিওয়েটরাও পরিবারের মাধ্যমে ভক্তদের বার্তা দিচ্ছেন, শান্তভাবে প্রতিবাদ করতে। কোনও ভাবেই হিংসাত্মক পদক্ষেপ না করতে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ঘনিয়ে আসছে ঘুর্ণিঝড় যশ, নারদ-শুনানির সঙ্গে জড়িয়ে কলকাতাবাসীর ভাগ্যও, ট্যুইট ফিরহাদ কন্যার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement