হোম /খবর /কলকাতা /
অ্যাম্বুল্যান্সের অভাবে ব্যাগে মৃত সন্তানকে নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু নবান্নর

Nabanna: অ্যাম্বুল্যান্সের অভাবে ব্যাগে মৃত সন্তানকে নিয়ে বাড়িতে যান বাবা! অমানবিক ঘটনার তদন্ত শুরু নবান্নর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

Nabanna: রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরাই এই তদন্ত প্রক্রিয়া করবে বলে জানা গিয়েছে

  • Share this:

কলকাতা : ৫ মাসের মৃত সন্তানকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য মেলেনি অ্যাম্বুল্যান্স। বাধ্য হয়ে মৃত শিশুকে ব্যাগে ভরে বাসে করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন কালিয়াগঞ্জের বাসিন্দা, অসীম দেব শর্মা। গত রবিবারের এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। রাজ্য সরকারের সমালোচনায় সরব হন বিরোধীরাও। এ বার সেই ঘটনায় তদন্ত শুরু করল নবান্ন।

নবান্ন সূত্রে খবর সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সুপার এবং সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের থেকে যে রিপোর্ট চাওয়া হয়েছিল সেটি ইতিমধ্যে জমা পড়েছে রাজ্য স্বাস্থ্য দফতরে। সেই রিপোর্ট জমা পড়ার পর পরই নবান্নের নির্দেশে তদন্ত শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দফতর বলেই সূত্রের খবর। রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরাই এই তদন্ত প্রক্রিয়া করবে বলে জানা গিয়েছে।

মূলত বিনা খরচে অ্যাম্বুল্যান্স কেন পাওয়া গেল না তা নিয়েই তদন্ত করবে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। রাজ্য সরকারের অ্যাম্বুল্যান্স নিয়ে একাধিক প্রকল্প রয়েছে। সমব্যথী প্রকল্প থেকে শুরু করে রোগী কল্যাণ সমিতির অধীনেও বিনা খরচে অ্যাম্বুল্যান্স পরিষেবা পাওয়া যায়। তা সত্ত্বেও কেন ওই রোগীর পরিবার সেই পরিষেবা পেল না তা নিয়ে তদন্ত করবে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। সোমবারই নবান্নের নির্দেশে রাজ্য স্বাস্থ্য দফতর রিপোর্ট চেয়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতেই তদন্ত করা হবে বলেই নবান্ন সূত্রে খবর।

 

নবান্ন সূত্রে খবর, অ্যাম্বুল্যান্স পরিষেবা নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতর আরও একটি অ্যাডভাইসারি জারি করতে পারে। ইতিমধ্যেই এই ঘটনায় রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা সোমবারই একটি বৈঠক করেছেন। তবে সোমবারই এই ঘটনায় কড়া মনোভাব নিয়েছে নবান্ন।

 

মূলত এই ঘটনায় কাদের গাফিলতি রয়েছে সেটাই তদন্ত করে দেখা হবে বলেই সূত্রের খবর। নবান্ন সূত্রে খবর, শীঘ্রই ঘটনা তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। অন্যদিকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুল্যান্স পরিষেবা নিয়েও শীঘ্রই নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা একটি বৈঠক করতে পারেন বলেই জানা গিয়েছে।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Nabanna, North Bengal Medical college and hospital