নবান্ন অভিযানে বামেদের শক্তিপ্রদর্শন, অভিযানকে নাটক বলে কটাক্ষ পার্থর

Last Updated:

নবান্ন অভিযানে বামেদের শক্তিপ্রদর্শন, অভিযানকে নাটক বলে কটাক্ষ পার্থর

#কলকাতা: প্রায় দু’বছরের মাথায় ফের শক্তিপরীক্ষার লড়াইয়ে বামেরা। আজকের নবান্ন অভিযান কতটা অক্সিজেন যোগাবে বামেদের? তলানিতে যাওয়া সংগঠন চাঙ্গা হবে? ভোটব্যাঙ্কের রক্তক্ষরণ বন্ধ হবে? নবান্ন অভিযানে পুলিশি দমন-পীড়নের অভিযোগ তুলে মঙ্গলবার প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে বামেরা। যদিও পুরো ঘটনাকেই নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।
পঞ্চায়েভ ভোটের আগে বামেদের শক্তিপরীক্ষা। কথা ছিল হাওড়া ও কলকাতা মিলিয়ে পাঁচ জায়গা থেকে শুরু হবে বামেদের নবান্ন অভিযান। কিন্তু দেখা গেল নির্ধারিত সময়ের আগেই অভিযান শুরু করে দেন সুজন চক্রবর্তী-সহ বেশ কয়েকজন বাম বিধায়ক। পুলিশ ফাঁকি দিয়ে নবান্নে ঢুকতে চেষ্টা করেন তাঁরা। পুলিশ অবশ্য ওই বাম বিধায়কদের আটক করে।
advertisement
পুরভোটের দিন সকাল থেকে দেখা মেলেনি বামনেতাদের। বিকেল গড়াতেই তাঁরা শুরু করেন সন্ত্রাসের অভিযোগ। এদিন অবশ্য আহত পুলিশকর্মী-সমর্থকদের পাশে থাকার বার্তা কিছুটা হলেও দিতে পেরেছেন বামনেতারা।
advertisement
কর্মসূচির রাজনৈতিক ফায়দা তুলতে সোমবার মিছিলের সামনের সারিতে দেখা যায় কান্তি গঙ্গোপাধ্যায়ের মতো প্রবীণ নেতাদেরও। পুলিশের বিরুদ্ধে আক্রমণ চালানোর অভিযোগ তোলেন নেতা কান্তি গঙ্গোপাধ্যায়।
advertisement
বামেদের এই শক্তিপরীক্ষা কতটা সফল? অভিযানের সাফল্যকেই তুলে ধরছেন বামনেতারা। পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে মঙ্গলবার প্রতিবাদ দিবসের ঘোষণা করেছেন তাঁরা।
যদিও, বামেদের এই অভিযানকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।  ‘ওদের অস্তিত্ব বিপন্ন ৷ তাই নজরে নবান্ন ৷ নাটক ছাড়া আবার কী ৷ ছবি তুলতে এসেছে নবান্নে’, মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের ৷
পরপর ভোটের ফলাফলে ক্রমশই হীনবল বামেরা। সদ্য হয়ে যাওয়া সাত পুরসভার ভোটেও সেই ধারা অব্যাহত। তলানিতে ঠেকে যাওয়া সংগঠনকে চাঙ্গা করতেই নবান্ন অভিযানের কর্মসূচি বামেদের। কিন্তু, তাতে বামেদের রাজনৈতিক ফায়দা কতটা সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নবান্ন অভিযানে বামেদের শক্তিপ্রদর্শন, অভিযানকে নাটক বলে কটাক্ষ পার্থর
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement