বাগুইআটিতে ত্রিকোণ প্রেমের জেরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু

Last Updated:
#কলকাতা: বাগুইআটিতে আত্মঘাতী ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া দর্পণ রাজ সিং! ছাত্রের পরিবারের অভিযোগ, ত্রিকোণ প্রেমের জেরেই আত্মহত্যা করেছেন ২৩ বছর বয়সি দর্পণ। কেষ্টপুরের অতিথি অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় দর্পণের মৃতদেহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর যুবকের বান্ধবী সিনিকা রায় ও আরও একজন বন্ধু দর্পণের মৃতদেহ আরজিকর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক তদন্তের পর, দর্পণ রাজ সিং-এর মৃত্যুকে পুলিশ আত্মহত্যা বলে মনে করেছিল। কিন্তু তদন্ত যত এগোতে থাকে, সামনে আসে নয়া তথ্য! বর্তমানে পুলিশের অনুমান, দর্পণ আত্মহত্যা করেননি। তাকে খুন করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায়, তাঁর গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
advertisement
দর্পণের পরিবারের সদস্যরা গতকাল, সোমবার রাতে শিলিগুড়ি থেকে এসে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের অভিযোগ, দর্পণের প্রেমিকা সিনিকা রায় ও তার অন্য বন্ধুরা দর্পণকে খুন করেছেন। এরপর ঘটনাটি এমনভাবে সাজিয়েছেন, যাতে মনে হয় দর্পণ আত্মহত্যা করেছেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বাগুইআটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাগুইআটিতে ত্রিকোণ প্রেমের জেরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement