Mysterious Death: গাছের টবে জল দেওয়ার সময় পিছলে যায় পা? বেহালায় অভিজাত আবাসনের পাঁচ তলা থেকে পড়ে রহস্যমৃত্যু বৃদ্ধের
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Onkar Sarkar
Last Updated:
Mysterious Death: ঘটনায় তদন্ত শুরু করেছেন সরশুনা থানার পুলিশ আধিকারিকরা
কলকাতা : বেহালার সরশুনা থানা এলাকায় বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু! মঙ্গলবার দুপুরে সরশুনা থানা এলাকায় পূর্তি আবাসনের পাঁচতলা থেকে নীচে ওই বৃদ্ধকে পরে যেতে দেখেন নিরাপত্তারক্ষীরা। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ওই বৃদ্ধকে। পুরো ঘটনায় তদন্ত শুরু করেছেন সরশুনা থানার পুলিশ আধিকারিকরা।
পরিবারের তরফে জানানো হয়েছে মৃত ব্যাক্তির নাম সমরেন্দ্র রায়। বয়স ৮৫ বছর। এই আবাসনে মেয়ে, জামাই এবং নাতির সঙ্গে বেশ কয়েক বছর ধরে বসবাস করতেন তিনি। এদিন দুপুরে যখন ৫ তলার ব্যালকনিতে গাছের টবে জল দিচ্ছিলেন, তখনই সেখান থেকে পড়ে যান বলে পরিবারের তরফে সরশুনা থানায় জানানো হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিন দুপুরেই ব্যালকনির গাছের টবে জল দিতেন, কিন্তু মঙ্গলবার কোনও ভাবে পিছলে পড়ে যান তিনি ! ব্যালকনিতে কোনও ভাবে জল পড়ে থাকার জন্য এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান পরিবারের।
advertisement
advertisement
এদিন বৃদ্ধের ৫ তলা থেকে পড়ে যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন সরশুনা থানার পুলিশ আধিকারিকরা। খতিয়ে দেখেন ঘটনাস্থল। সংগ্রহ করা হয় ফরেন্সিক নমুনাও। মৃত বৃদ্ধ সমরেন্দ্র রায়ের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশের প্রাথমিক অনুমান ব্যালকনি থেকে অসাবধানতা বসত পড়ে গিয়েই মৃত্যু হয়েছে। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে পুলিশ কোনও মন্তব্য করতে চায় নি। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ওই বৃদ্ধকে কোনও ভাবে ব্যালকনি থেকে ঠেলে ফেলা হয়েছে কি না, অথবা তিনি নিজেই ব্যালকনি থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার দেহের ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে ধারণা তদন্তকারীদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2023 11:12 PM IST