Behala Tragedy: বেহালায় শিশুমৃত্যুর ঘটনার পর বাহিনী নিয়ে তৎপর লালবাজার, থানায়-থানায় বিশেষ নির্দেশিকা

Last Updated:

শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল বেহালা। বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয় বেহালার বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সৌরনীলের

কলকাতা: শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল বেহালা। বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয় বেহালার বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সৌরনীলের। গুরুতর আহত অবস্থায় এসএসকেএমের ট্রমা কেয়ারে ভর্তি তার বাবা। দুর্ঘটনার পর রণক্ষেত্রর আকার নেয় গোটা এলাকা। উত্তেজিত জনতা সৌরনীলের দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখান। ভাঙচুর করা হয় পুলিশের ভ্যান এবং বাইকে। রাস্তার মাঝে দাউদাউ করে জ্বলতে থাকতে উলটে পড়া পুলিশের প্রিজন ভ্যান। স্থানীয়দের বিক্ষোভে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ডায়মন্ড হারবার রোড। দফায় দফায় জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। জনতাকে ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল।
বেহালা কাণ্ডের পর বাহিনী নিয়ে তৎপর লালবাজার। সমস্ত ডিভিশন থানাতে লালবাজারের নির্দেশিকা পাঠানো হয়। নির্দেশিকায় বলা হয়েছে–
১) থানায় যেন সবসময় হয় ওসি কিংবা অতিরিক্ত ওসিকে পাওয়া যায়।
advertisement
২) কলকাতা পুলিশের প্রতিটি ইউনিট (থানা, ব্যারাক, ডিভিশন-সহ সমস্ত ইউনিট)-এ মোট ফোর্সের ২৫ শতাংশ থাকা বাধ্যতামূলক এবং তা সুনিশ্চিত করতে হবে প্রতিদিন। বিশেষ করে রাতে এই ফোর্স থাকা বাধ্যতামূলক।
advertisement
৩) আইন শৃঙখলা পরিস্থিতিতে অতিরিক্ত কমিশনার, ওসি এবং কন্ট্রোল রুম ফোর্স মোতায়েন করবে। মোতায়েন করতে হবে পর্যাপ্ত মহিলা বাহিনী।
৪) ডিসি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা নজরদারি রাখবেন
সাধারণত থানাতে মধ্যরাত পর্যন্ত ওসি অথবা অতিরিক্ত ওসি উপস্থিত থাকেন। কারণ ২০১৯ সালে ময়দান থানা এলাকায় রাতে এক মহিলার শ্লীলতাহানির ঘটনার পর কোন থানা অভিযোগ নেবে, এই নিয়ে টালবাহানা হয়েছিল। তারপরই তৎকালীন পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছিলেন, মধ্যরাত পর্যন্ত ওসি অথবা অতিরিক্ত ওসিকে থানায় থাকতে হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Behala Tragedy: বেহালায় শিশুমৃত্যুর ঘটনার পর বাহিনী নিয়ে তৎপর লালবাজার, থানায়-থানায় বিশেষ নির্দেশিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement