Kolkata: ট্রলিব্যাগে ভরা মুণ্ডহীন টুকরো টুকরো মহিলার দেহ! কুমোরটুলি ঘাটের কাছে পাকড়াও ২ মহিলা, ব্যাপক উত্তেজনা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
Kolkata Mysterious Body Found: দুই মহিলা কুমোরটুলি ঘাটের কাছে একটি ট্রলি ব্যাগ গঙ্গায় ফেলার তোড়জোড়় করছিলেন। বেশ কয়েকজন মিলে এগিয়ে যান মহিলাদের কাছে। ট্রলি ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। ট্রলির ভিতরে ছিল একটি মুণ্ডহীন মহিলার দেহ।
কলকাতাঃ সাতসকালে কলকাতায় হাড়হিম কাণ্ড! মুণ্ডহীন দেহ গঙ্গায় ফেলতে হাতেনাতে ধরা পড়লেন দুই মহিলা। সকালে ঘটনাটি ঘটেছে কুমোরটুলি ঘাটের কাছে। স্থানীয়দের দাবি, আজ মঙ্গলবার সকালে ওই দুই মহিলা কুমোরটুলি ঘাটের কাছে একটি ট্রলি ব্যাগ গঙ্গায় ফেলার তোড়জোড়় করছিলেন। তাঁদের আচরণ বেশ অস্বাভাবিক মনে হচ্ছিল এলাকায় উপস্থিত অনেকের। এরপর বেশ কয়েকজন মিলে এগিয়ে যান মহিলাদের কাছে। ট্রলি ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। ট্রলির ভিতরে ছিল একটি মুণ্ডহীন মহিলার দেহ। স্থানীয়দের তরফেই খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ ইতিমধ্যেই সন্দেহজনক দুই মহিলাকে আটক করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে ট্রলি ব্যাগটি। স্থানীয়দের দাবি, ওই দুই মহিলা খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ গঙ্গায় ফেলে দিতে এসেছিল। পুলিশ গোটা ঘটনাটি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা, এলাকা সাধারণ মানুষ ঘিরে রেখেছে। পুলিশ গাড়িতে তুললেও, গাড়ি যেতে দিচ্ছে না। তাঁদের দাবি, ওই দুই মহিলাকে তাদের হাতে তুলে দিতে হবে। নর্থ পোর্ট থানা অভিযুক্তদেরকে আটক করেছে। অভিযুক্ত এবং মৃতার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ ৫ টাকারও কম খরচ! অফিস যাওয়ার আগে ২ মিনিটে ঝাঁ চকচকে হবে রান্নাঘর…! মহিলাদের জন্য ‘সুপারহিট’ টোটকা
আটক দুই মহিলা স্থানীয় বাসিন্দাদের জানান, তারা সম্পর্কে মা ও মেয়ে, বারাসাত সংলগ্ন কাজীপাড়ার বাসিন্দা। ভোরবেলা থেকে বাগবাজার, আহিরিটোলা ঘাট সংলগ্ন এলাকায় ট্রলি নিয়ে ঘোরাফেরা করেছেন। শেষে কুমোরটুলি এলাকায় এসে ফাঁকা পেয়ে পাঁচিল টপকে ট্রলিটি ফেলার চেষ্টা করেন। তখন কিছু স্থানীয় লোক বিষয়টি দেখে ফেলায় তৎক্ষণাৎ পাকড়াও করে তাদের। ট্রলি খুলতেই ভেতরে এক মহিলার টুকরো টুকরো দেহাংশ দেখতে পায় তারা। পুলিশকে খবর দিলে পুলিশ এসে আটক করে অভিযুক্তদের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাংলাতেই লুকিয়ে ছোট্ট ‘নিউজিল্যান্ড’! কোথায় জানেন? এত রূপ বসন্তে…! হোলির ছুটিতে ঘুরে আসুন
আটক দুই মহিলার দাবি, ট্রলি ব্যাগের ভিতরে যে দেহ রয়েছে, সেটি একটি কুকুরের। যদিও স্থানীয়রা এই দাবি মানতে নারাজ। তাঁদের পাল্টা দাবি, দেহটি এক মহিলার। সেটি টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরা হয়। দুই মহিলার কাছ থেকে ট্রেনের একটি টিকিট পাওয়া গিয়েছেও বলেও স্থানীয়দের দাবি। বাসিন্দাদের অভিযোগ, খুন করে দেহ লোপাটের জন্যই দূর থেকে কলকাতায় এসেছিলেন দুই মহিলা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2025 9:45 AM IST
