Holi 2025 Trip: বাংলাতেই লুকিয়ে ছোট্ট 'নিউজিল্যান্ড'! কোথায় জানেন? এত রূপ বসন্তে...! হোলির ছুটিতে ঘুরে আসুন

Last Updated:
Holi 2025 Trip: বেশিদূর যেতে হবে না, কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার রাস্তা। গাড়ি করে অথবা ট্রেনে করে চলে আসুন।
1/6
*হালকা হালকা রোদ্দুর, সঙ্গে নীল জলরাশি-মিষ্টি হাওয়া। পরিষ্কার ঝকঝকে নীল আকাশ। মানুষের ভিড় হাতে গোনা। নিউজিল্যান্ড, হ্যাঁ ঠিক শুনলেন! যেন নিউজিল্যান্ড। বেশিদূর যেতে হবে না, কলকাতা থেকে মাত্র তিন ঘণ্টার রাস্তা। গাড়ি করে অথবা ট্রেনে করে চলে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটির গাংদুয়া ড্যাম। নিজের চোখে দেখলে তবেই বুঝবেন যে একটুও বাড়িয়ে বলা হচ্ছে না। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। ফাইল ছবি। 
*হালকা হালকা রোদ্দুর, সঙ্গে নীল জলরাশি-মিষ্টি হাওয়া। পরিষ্কার ঝকঝকে নীল আকাশ। মানুষের ভিড় হাতে গোনা। নিউজিল্যান্ড, হ্যাঁ ঠিক শুনলেন! যেন নিউজিল্যান্ড। বেশিদূর যেতে হবে না, কলকাতা থেকে মাত্র তিন ঘণ্টার রাস্তা। গাড়ি করে অথবা ট্রেনে করে চলে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটির গাংদুয়া ড্যাম। নিজের চোখে দেখলে তবেই বুঝবেন যে একটুও বাড়িয়ে বলা হচ্ছে না। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। ফাইল ছবি।
advertisement
2/6
*বায়ু দূষণের কারণে নীল জলরাশি এবং পরিষ্কার আকাশ খুবই দুর্লভ ভারতবর্ষে। তবে বাঁকুড়ার গাংদুয়া ড্যাম, এখনও যেন নিউজিল্যান্ডের কোনও নাম না জানা প্রান্তর। শীত শেষ, এবার বসন্তের পালা। বসন্তের মিষ্টি হাওয়া গায়ে মেখে, একদম আরামদায়ক আবহাওয়ায় ঘুরে দেখুন শালী নদীর উপরে গাংদুয়া ড্যাম। ফাইল ছবি। 
*বায়ু দূষণের কারণে নীল জলরাশি এবং পরিষ্কার আকাশ খুবই দুর্লভ ভারতবর্ষে। তবে বাঁকুড়ার গাংদুয়া ড্যাম, এখনও যেন নিউজিল্যান্ডের কোনও নাম না জানা প্রান্তর। শীত শেষ, এবার বসন্তের পালা। বসন্তের মিষ্টি হাওয়া গায়ে মেখে, একদম আরামদায়ক আবহাওয়ায় ঘুরে দেখুন শালী নদীর উপরে গাংদুয়া ড্যাম। ফাইল ছবি।
advertisement
3/6
*বাঁকুড়া শহর থেকে ৩০ কিলোমিটার দূরে গঙ্গাজলঘাটি ব্লক থেকে প্রায় ৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত শালী নদীর ওপরে এই ড্যাম, যার নাম গাংদুয়া। বসন্তের ঝলমলে রোদে নতুনরূপে সেজে উঠেছে ড্যামটি। তাই দেরি না করে চলে আসুন। ফাইল ছবি। 
*বাঁকুড়া শহর থেকে ৩০ কিলোমিটার দূরে গঙ্গাজলঘাটি ব্লক থেকে প্রায় ৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত শালী নদীর ওপরে এই ড্যাম, যার নাম গাংদুয়া। বসন্তের ঝলমলে রোদে নতুনরূপে সেজে উঠেছে ড্যামটি। তাই দেরি না করে চলে আসুন। ফাইল ছবি।
advertisement
4/6
*দোলের আগে থেকেই মানুষের ভিড় জমতে শুরু করবে পুরোদমে। তার আগে একবার ফাঁকায় ফাঁকায় ঘুরে যেতেই পারেন এই জায়গা। জলরাশি ছাড়াও রয়েছে নৌকো বিহারের ব্যবস্থা। এছাড়াও রয়েছে ড্যামের পাশে সুলভ মূল্যে থাকার ব্যবস্থা। ফাইল ছবি। 
*দোলের আগে থেকেই মানুষের ভিড় জমতে শুরু করবে পুরোদমে। তার আগে একবার ফাঁকায় ফাঁকায় ঘুরে যেতেই পারেন এই জায়গা। জলরাশি ছাড়াও রয়েছে নৌকো বিহারের ব্যবস্থা। এছাড়াও রয়েছে ড্যামের পাশে সুলভ মূল্যে থাকার ব্যবস্থা। ফাইল ছবি।
advertisement
5/6
*বাচ্চাদের জন্য রয়েছে পার্ক। একেবারে পরিবার সমেত এবং প্রিয়জনকে নিয়ে ঘুরে দেখার একটি দুর্দান্ত জায়গা। যদিও এই মুহূর্তে শীত শেষ হয়েছে বলে পর্যটকদের ভিড় চোখে পড়েনি আপাতত। স্থানীয় ব্যবসায়ীরা অপেক্ষা করছেন দোলের জন্য। ফাইল ছবি। 
*বাচ্চাদের জন্য রয়েছে পার্ক। একেবারে পরিবার সমেত এবং প্রিয়জনকে নিয়ে ঘুরে দেখার একটি দুর্দান্ত জায়গা। যদিও এই মুহূর্তে শীত শেষ হয়েছে বলে পর্যটকদের ভিড় চোখে পড়েনি আপাতত। স্থানীয় ব্যবসায়ীরা অপেক্ষা করছেন দোলের জন্য। ফাইল ছবি।
advertisement
6/6
*গাংদুয়া বাঁধ, যা গাংদুয়া জলাধার নামেও পরিচিত, ভারতের পশ্চিমবঙ্গের একটি প্রধান বাঁধ। এটি অমরকানন শহরের কাছে অবস্থিত। এই অঞ্চলের মধ্যে জল ব্যবস্থাপনা এবং সেচের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ড্যাম। ফাইল ছবি।
*গাংদুয়া বাঁধ, যা গাংদুয়া জলাধার নামেও পরিচিত, ভারতের পশ্চিমবঙ্গের একটি প্রধান বাঁধ। এটি অমরকানন শহরের কাছে অবস্থিত। এই অঞ্চলের মধ্যে জল ব্যবস্থাপনা এবং সেচের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ড্যাম। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement