Mustard Oil Price: এখন তো আয়ত্তের মধ্যে, কিন্তু বাড়ছে কি সরষের তেলের দাম? কী বলছে বাজার!

Last Updated:

সরষের তেলর চাহিদা রীতিমতো কমেছে। বাজারে সবজির অত্যাধিক দামের কারণে মানুষের হেঁসলের পদ কমেছে। যার ফলে সরষের তেলের বিক্রি কমেছে বাজারে। তাই সরষের তেল আর নাগালের বাইরে যাওয়ার সম্ভাবনা নেই

কলকাতা: বাজারে সরষের তেলের দাম থমকে দাঁড়িয়েছে। বড়বাজারের পোস্তা এলাকার ভোজ্য তেলের মার্চেন্টদের দাবি, গত এক মাসের ধরে সরষের তেল পাইকারি ১৩০-১৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, প্রতিবছর পাকা আমের মরসুমে তেলের চাহিদা বেশ খানিকটা কমে যায়। তারপর আবার ঠিক হয়ে যায়। কিন্তু এবার ভোজ্য তেলের চাহিদা যেরকম কমছে, সঙ্গে দামটাও কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে।
পশ্চিমবঙ্গ টাস্ক ফোর্সের সদস্য কমল দে’র কথায়, ‘‘রাজ্যে চাষের জমি কমেছে। যার ফলে চাষির পরবর্তী প্রজন্ম চাষে আসতে চাইছে না। অন্যদিকে, বৃষ্টি না হওয়ার ফলে সবজি উৎপাদন কমেছে। যার ফলে পরিবার পিছু সবজি চাহিদা কমেছে। তাই বাজারে সব মিলিয়ে সবজির জোগান অনেকটা কম। দাম বেশি।’’
আরও পড়ুন: কালো কাচ লাগানো গাড়ি ঘিরে এবার বিশেষ নজর বিধানসভায়, সতর্ক করে দেওয়া হল নিরাপত্তারক্ষীদের
বিশেষজ্ঞদের দাবি, এই কারণে সরিষার তেলের ব্যবহার কমেছে। যার ফলে বাজারে সরষের তেল বিক্রি আগের থেকে অনেকটাই কম।   পোস্তা বাজার এলাকার ভোজ্য তেলের মার্চেন্ট, সুশান্ত চিনের কথায়, ‘‘সবজির দাম বাজারে অত্যধিক হওয়ার ফলে বেশিরভাগ পরিবার তাদের হেঁশেলে রান্নার পদ কমিয়েছে। যার ফলে ভোজ্য তেল আগের তুলনায় প্রতিটা পরিবারে অন্ততপক্ষে ৩০% হারে কমেছে। তাই সর্ষের তেলের চাহিদা নেই বলা চলে। এর ফলে সরষের তেলের দাম এক জায়গায় থমকে দাঁড়িয়ে রয়েছে। সর্ষের তেলের দাম পুজোর আগে বাড়ার সম্ভাবনা নেই।’’
advertisement
advertisement
বাজারের পরিস্থিতি বর্তমানে নদীর মতোই। যখন এক কুল ভাঙে, তখন অন্য কুল গড়ে ওঠে।  যখনই সরিষার তেলের চাহিদা কমে, তখন ভেজালের সম্ভাবনা কমে যায়। বাজারে শুধু যে সরষের তেল, তা নয়। সাদা তেল থেকে আরম্ভ করে যাবতীয় ভোজ্য তেলের দাম অনেকটাই কমেছে।
আরও পড়ুন: সায়ন্তিকা-রেয়াতের পরে সদ্য জয়ী চার বিধায়কের শপথ ঘিরেও ধোঁয়াশা, ফের শুরু চিঠির যুদ্ধ
এছাড়াও, স্বাস্থ্য সচেতন মানুষ চর্বি জাতীয় জিনিস বর্জন করার সঙ্গে সঙ্গে সরষের তেলকেও অনেকটা বর্জন করেছে। ভোজ্য তেল ব্যবসায়ীদের দাবি, বাজারে অন্ততপক্ষে ২৫-৩০ শতাংশ সরষের তেল এবং অন্যান্য তেলের চাহিদা কমেছে। তবে সবে বাগানের সবজি চাষ শুরু হয়েছে। যতদিন পর্যন্ত সবজি বাজারে সবজি কম দামে না পাওয়া যাবে। ততদিন সরষের তেলের চাহিদা অনেকটাই কম থাকবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mustard Oil Price: এখন তো আয়ত্তের মধ্যে, কিন্তু বাড়ছে কি সরষের তেলের দাম? কী বলছে বাজার!
Next Article
advertisement
RPF: সন্দেহ হতেই ব্যাগ খোলাল আরপিএফ, উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ! গ্রেফতার একাধিক
সন্দেহ হতেই ব্যাগ খোলাল আরপিএফ, উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ! গ্রেফতার একাধিক
  • বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল পূর্ব রেলের আরপিএফ-এর মালদহ ডিভিশন৷ আরপিএফ জওয়ানদের তৎপরতায় উদ্ধার হল ৭৯০টি জীবিত কচ্ছপ।

VIEW MORE
advertisement
advertisement