Bidhansabha bhavan: কালো কাচ লাগানো গাড়ি ঘিরে এবার বিশেষ নজর বিধানসভায়, সতর্ক করে দেওয়া হল নিরাপত্তারক্ষীদের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
আগামী সোমবার থেকেই শুরু হচ্ছ বিধানসভার পরবর্তী অধিবেশন৷ অধিবেশনের আগে সেই দিনই বিএ কমিটির বৈঠক৷ বৈঠকে বিধানসভা উপ নির্বাচনে সদ্য জয়ী চারজনের বিধায়ক পদে শপথগ্রহণ করানোর বিষয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর৷
কলকাতা: কালো কাচ লাগানো গাড়ি ঘিরে এবার বিশেষ নজর বিধানসভায়৷ সূত্রের খবর, এবার থেকে কাঁচ নামিয়ে পুরো গাড়ি পরীক্ষা করার পরেই বিধানসভা চত্বরে ঢুকতে দেওয়া হবে যে কোনও গাড়িকে। বিধানসভার নিরাপত্তা রক্ষীদের এই বিষয়ে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া, বিধানসভায় বসতে চলেছে আরও সি সি ক্যামেরাও৷
আগামী সোমবার থেকেই শুরু হচ্ছ বিধানসভার পরবর্তী অধিবেশন৷ অধিবেশনের আগে সেই দিনই বিএ কমিটির বৈঠক৷ বৈঠকে বিধানসভা উপ নির্বাচনে সদ্য জয়ী চারজনের বিধায়ক পদে শপথগ্রহণ করানোর বিষয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর৷
আরও পড়ুন: সায়ন্তিকা-রেয়াতের পরে সদ্য জয়ী চার বিধায়কের শপথ ঘিরেও ধোঁয়াশা, ফের শুরু চিঠির যুদ্ধ
এই শপথগ্রহণের বিষয়ে ইতিমধ্যেই রাজ্যপালের কাছে চিঠি পাঠানো হয়েছিল বলে বিধানসভা সূত্রের খবর৷ কিন্তু, এখনও পর্যন্ত শপথগ্রহণের বিষয়ে স্পষ্ট কোনও নির্দেশ আসেনি রাজভবনের তরফে৷
advertisement
advertisement
আরও পড়ুন: রাজভবন কাণ্ডে রাজ্যপালের বিরুদ্ধে এবার মামলা শুরু? বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
উপরন্তু, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ ঘিরে কিছু প্রশ্ন পাঠানো হয়েছে রাজভবনের তরফে৷ বিধানসভার তরফে তার উত্তর দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে৷ পরবর্তী সিদ্ধান্ত সোমবার বিএ কমিটির বৈঠকে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 19, 2024 5:05 PM IST