#কলকাতা: কলকাতা পুরসভায় ১৩০ আসনে বাম-কংগ্রেস আসন রফা চূড়ান্ত হয়ে গেল৷ আসন রফা নিয়ে বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুরভোটে কলকাতায় ৭৫টি আসনে লড়বে সিপিআইএম৷ কংগ্রেসকে ছাড়া হচ্ছে ২৮টি আসন৷
বামফ্রন্ট সূত্রের খবর, ৯টি করে আসন ছাড়া হচ্ছে ফ্রন্টের তিন শরিক সিপিআই, আরএসপি, ফরোয়ার্ড ব্লককে৷ আসন ছাড়া হবে পিডিএস, লিবারেশনকেও৷ আসন সমঝোতা নিয়ে বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নিল বামেরা৷
এ দিকে পুরভোটের প্রস্তুতি নিয়ে বুধবার বৈঠক করবে নির্বাচন কমিশন৷ রাজ্য নির্বাচন কমিশনের দফতরে দুপুর ১ টায় বৈঠক। বৈঠকে প্রথম দফার তিন জেলা ও কালিম্পং বাদে বাকি ১৮ জেলার জেলা শাসকদের ডাকা হয়েছে। কমিশন সূত্রে এমনটাই খবর।
প্রথম দফার বৈঠকে কলকাতা ও হাওড়া, উত্তর ২৪ পরগনা জেলার জেলা শাসকদের ডাকা হয়। সেই বৈঠকে সংশ্লিষ্ট তিন জেলাকেই ভোটের জন্য প্রস্তুত থাকতে বলেছিল কমিশন। সূত্রের খবর, বৈঠকে জেলা শাসকদের ভোটের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হলেও, ভোটের দিনক্ষণ নিয়ে স্পষ্ট কোনও বার্তা দিতে পারেনি কমিশন।
এদিকে, কলকাতা ও হাওড়া পুরভোট নিয়ে কমিশন তৎপরতা শুরু করলেও, বাকি জেলাগুলির সঙ্গে কোন আলোচনা না করায়, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল একাধিক জেলা শাসক। জেলা শাসকদের ক্ষোভের আঁচ পেয়েই তড়িঘড়ি দ্বিতীয় দফার বৈঠক নিয়ে সিদ্ধান্ত নেন কমিশন। একই সঙ্গে ভোটের দিনক্ষণ জানতে নবান্নের কাছে গত বৃহস্পতিবার ফের চিঠি পাঠিয়ে ভোটের সম্ভাব্য দিন জানতে চায় রাজ্য নির্বাচন কমিশন। যদিও, নবান্নের তরফে কমিশনকে এখনও কোনও জবাব দেওয়া হয়নি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata Corporation 2020, Left Front Meeting, Municipality Elections 2020