Municipal Election 2022: সোমবারই জেলায় জেলায় পুর চেয়ারম্যানদের নাম ঘোষণা? 'দু'চারটে চেঞ্জ করেছি', বললেন মমতা!

Last Updated:

Municipal Election 2022: প্রতিটি পুরসভার নামের তালিকা নিজে দেখে চূড়ান্ত করেছেন তৃণমূল সুপ্রিমো। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, "দু চারটে চেঞ্জ করেছি। আমি সব খুঁটিয়ে খুঁটিয়ে চেক করেছি। ক্রস চেক করেছি। শীঘ্রই নাম ঘোষণা হবে।"

পুর চেয়ারম্যানদের নাম ঘোষণা
পুর চেয়ারম্যানদের নাম ঘোষণা
#কলকাতা: রাজ্যের ১০২ টি পুর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নামের (Municipal Election 2022) তালিকা সোমবারই জেলা সভাপতিদের কাছে পৌঁছে যাবে। এমনটাই সূত্রের খবর। এরপর সংলিষ্ট পুরসভার কাউন্সিলররা বৈঠক করে তাঁদের সর্বসম্মতভাবে চেয়াম্যান হিসাবে সমর্থন করবেন। ১০৮ টি পুরসভার মধ্যে ১০২ টিতে এককভাবে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই প্রতিটি পুরসভার নামের তালিকা নিজে দেখে চূড়ান্ত করেছেন তৃণমূল সুপ্রিমো। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, "দু চারটে চেঞ্জ করেছি। আমি সব খুঁটিয়ে খুঁটিয়ে চেক করেছি। ক্রস চেক করেছি। শীঘ্রই নাম ঘোষণা হবে।"
প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে প্রথম ভোট হয় শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগর পুরনিগমে, তারপর রাজ্যের বাকি পুরসভায় (Municipal Election 2022)। তাতেই সবুজ ঝড় কার্যত ভাসিয়ে নিয়ে যায় গোটা রাজ্যকে। শিলিগুড়ি-বিধাননগর-আসানসোল- চন্দননগরই তো বটেই নয়, রাজ্যের বাকি ১০৭ টি পুরসভার মধ্যে ১০২টিতেই জিতেছে তৃণমূল। ১ টিতে জয়ী বামেরা, আর ১টিতে জিতেছে অন্যন্যরা। ৩ পুরসভা ত্রিশঙ্কু।
advertisement
advertisement
জানা গিয়েছে, ১০২ টি পুরসভার (Municipal Election 2022) চেয়ারম্যানের নাম চূড়ান্ত করে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো (CM Mamata Banerjee)। সম্প্রতি এই বিষয়ে বৈঠক বসেন তিনি। তবে সেই তালিকা চূড়ান্ত করার আগে বেশ কয়েকটি ক্ষেত্রে নাম পরিবর্তন করা হয়েছে বলেও জানা গিয়েছে। তাঁদের বিষয়ে বিস্তারিত ক্রস চেক করেই নাম পরিবর্তন করা হয়েছে বলে নিজেই বলেন মমতা।
advertisement
সূত্রের খবর, মূলত অভিজ্ঞতার ভিত্তিতে কেমন কি কাজ করতে পারে সে বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে স্থানীয় বিধায়কদের মতামতকেও। আর তা নেওয়ার পরেই ১০২ পুরসভায় চেয়ারম্যানের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। জানা গিয়েছে, আগামী সোমবারই সম্ভবত ১০২ পুরসভার (Municipal Election 2022) চেয়ারম্যানদের নামের তালিকা প্রকাশ করা হবে।
advertisement
তবে এই বিষয়ে কিছুটা সাবধানীভাবেই চলছে শাসকদল (Trinamool Congress)। সূত্রের খবর, নাম নিয়ে কোনোরকম বিতর্ক চায় না দল। এর আগে প্রার্থী তালিকা নিয়ে কম বেশি বিতর্কের মধ্যে পড়তে হয় তৃণমূল কংগ্রেসকে। ফলে এবার চেয়ারম্যান নিযুক্ত করা নিয়েও অনেকটাই ভেবে চিন্তে এগোচ্ছে শাসকদল। এমনটাই মনে করা হচ্ছে।
advertisement
অন্যদিকে ত্রিশঙ্কু হওয়া পুরসভাগুলিকে নিয়ে নতুন বিড়ম্বনা তৈরি হয়েছে। এবার পুরসভা নির্বাচনে তিনটি পুরসভা ত্রিশঙ্কু হয়। যেমন ঝালদা, বেলডাঙা এবং এগরা পুরসভাও ত্রিশঙ্কু হয়েছে। যেমন ঝালদা পুরসভায় ১২টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল এবং কংগ্রেস পাঁচটি করে ওয়ার্ড পায়। দুটি ওয়ার্ডের ক্ষমতায় যায় নির্দলদের হাতে। কার্যত বাকি দুই পুরসভাতেও ছবিটা এক। যদিও নির্দলদের সমর্থনে বোর্ড গঠন করার প্রস্তুতি নিচ্ছিল জেলা তৃণমূল। কিন্তু সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দলদের নিয়ে কড়া বার্তা দিয়েছেন। নির্দলদের সঙ্গে যোগাযোগ রাখলে দল থেকে বের করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। দলের মধ্যেও এই মুহূর্তে 'নির্দল'দের টেনে নেওয়া নিয়ে ভিন্নমত রয়েছে। তাই এখুনি এই নিয়ে ধীরে চলো নীতিই নিচ্ছে তৃণমূল।
advertisement
অন্যদিকে, সূত্রের খবর, মঙ্গলবার পাহাড়ের নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শান্ত ছেত্রী থেকে গুরুং পন্থী অনীক থাপারা আসবেন কিনা তা এখনও নিশ্চিত জানা যায়নি। তবে আগামী দিনে পাহাড়ে নিজেদের সংগঠন কীভাবে গড়ে তুলতে চায় তৃণমূল কংগ্রেস সমীকরণ কতটা কী বদলাবে তা বলে দিতে পারে এই গুরুত্বপূর্ণ বৈঠক, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Municipal Election 2022: সোমবারই জেলায় জেলায় পুর চেয়ারম্যানদের নাম ঘোষণা? 'দু'চারটে চেঞ্জ করেছি', বললেন মমতা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement