Kolkata Crime: ভয়ঙ্কর কলকাতা! এবার সোনার দোকানে রক্তারক্তি কাণ্ড, মালিকের গলায় কোপ!
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Mukundapur Gold shop Crime: মুকুন্দপুর সোনার দোকানে লুটের চেষ্টা। ঘটনায় ইতিমধ্যেই আটক দুই অভিযুক্ত। তদন্ত করছে পূর্ব যাদবপুর থানার পুলিশ।
কলকাতা: মুকুন্দপুর সোনার দোকানে লুটের চেষ্টা। ঘটনায় ইতিমধ্যেই আটক দুই অভিযুক্ত। তদন্ত করছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, ক্রেতা সেজে ২ অভিযুক্ত সোনার দোকানে প্রবেশ করে। এবং তারপরেই লুটের চেষ্টা করে। তাদেরকে বাধা দিতে গেলে দোকানদারের গলায় কোপ বসায় ওই দুই দুষ্কৃতি। পুলিশ সূত্রে খবর, দু’জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
দিন দুপুরে আবারও লুটের চেষ্টা মুকুন্দপুরে। পূর্ব যাদবপুর থানার কাছাকাছি মুকুন্দপুর এলাকায় একটি সোনার দোকানে লুটের চেষ্টা চালায় একজন দুষ্কৃতি। জানা গিয়েছে, দোকানের মালিকের নাম সঞ্জয় কুমার সরকার। ৪২ বছর বয়স। এই মুহূর্তে আহত দোকানদারকে শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
advertisement
প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে ক্রেতা সেজে দুই দুষ্কৃতী সোনার দোকানে প্রবেশ করে লুটের চেষ্টা করেন। তাদেরকে বাধা দিতে গেলে দোকানদারের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ওই দুষ্কৃতীদের একজন।
আরও পড়ুন: সকাল সকাল গরম জলে মিশিয়ে খান এই জিনিস…মোমের মতো গলে যাবে মেদ! শরীর থেকে ছেঁকে বের করবে ‘ময়লা’
advertisement
দোকানের মালিককে এই মুহূর্তে মুকুন্দপুর ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জন দুষ্কৃতিকে গ্রেফতার করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। দোকানে সিসিটিভি ফুটেজ খতিয়ে রাখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2024 1:37 PM IST