পঞ্চায়েতের আগে কি বড় দায়িত্ব নেবেন মুকুল রায়? রাজনৈতিক মহলে শুরু জল্পনা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
রাজনৈতিক মহলে শুরু নানা জল্পনা।
আবীর ঘোষাল, কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে দলে কি ফের বড় দায়িত্ব পেতে চলেছেন মুকুল রায়? তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইফোঁটার দিন হাজির থাকা ৷ গত সেপ্টেম্বর মাসে তৃণমূল কংগ্রেস ভবনে গিয়ে বৈঠক করা। সাম্প্রতিক অতীতে অর্জুন সিং, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিকরাও গিয়েছেন মুকুল রায়ের বাড়িতে।
প্রশ্ন উঠছে তাহলে কি তৃণমূলে আবার সক্রিয় হয়ে উঠছেন মুকুল রায়? তাহলে কি আবার পুরনো মেজাজে ফিরছেন মুকুল রায়? যদিও এই বিষয়টিতে কোনও মন্তব্য করতে চাননি মুকুল রায়। প্রায় পাঁচ-ছয় বছর পর ফের ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন তিনি। গোটা বিষয়টিকে কেবলই ‘সৌজন্য সাক্ষাৎ’ হিসেবে ব্যাখ্যা করছেন তিনি। সামনে পঞ্চায়েত নির্বাচন। সেই সংক্রান্ত বিষয়ে কি কোনও কথা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? মুকুল রায়কে কি আবার সক্রিয় হওয়ার কোনও বার্তা দেওয়া হয়েছে?
advertisement
advertisement
মুকুল রায় অবশ্য জানিয়েছেন, “না, এই সম্পর্কে কোনও আলোচনা হয়নি। সৌজন্য সাক্ষাৎ।” এবার মুখ্যমন্ত্রীর বাড়িতে মুকুল রায়। জোর জল্পনা ছড়িয়েছে তাঁর আগামীর রাজনৈতিক গতিবিধি নিয়ে। তবে মুকুল রায়ের সাফ বক্তব্য, “এটা কোনও ঘটনা নয়। দুর্গাপুজোর পর কালীপুজো ৷ এটি একটি পরম্পরা। আমরা সকলে একে অপরের বাড়িতে যাই, দেখা সাক্ষাৎ করি।” আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে কি মুকুল রায় তাঁর সর্বশক্তি দিয়ে নামবেন? প্রশ্নের উত্তরে তিনি বলেন, “নির্বাচনে যদি নামি, তাহলে তো নিশ্চয়ই সর্বশক্তি দিয়ে নামব।” স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যদি কথাটি কেন বলছেন তিনি? এরও উত্তর দেন তিনি। বলেন, “দল যদি আমাকে বলে এই কাজ তোমায় করতে হবে, তাহলে আমি নিশ্চয়ই করব।” পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই-সংগ্রামের কথাও উঠে আসে তাঁর কথায়। বললেন, “লড়াইয়ের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম এবং লড়াই করেই বেঁচে আছেন। এই নিয়ে তো কোনও দ্বিমত নেই।”
advertisement
তৃণমূল ভবনে গিয়েই মুকুল রায় বলেছিলেন, ‘‘আমি এখনও মরে যাইনি, বেঁচে আছি ৷ ’’ শুধু তাই নয়, দল বললেই তিনি ফের প্রচারে নেমে পড়তেও তৈরি বলে জানিয়েছেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক। গত বছরের জুলাই মাসে মৃত্যু হয় মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণার৷ স্ত্রীর মৃত্যুর পরই মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েন মুকুল ৷ প্রকাশ্যে অনেক বারই অসংলগ্ন মন্তব্য করেছেন তিনি৷ কখনও বলেছেন ভোটে বিজেপি জিতবে, তৃণমূল হারবে ৷ অথচ ততদিন দল বদল করে তিনি তৃণমূলে চলে এসেছেন ৷ সম্প্রতি রাজ্য রাজনীতিতে বার বার উঠে এসেছে মুকুল রায়ের নাম। রাজ্য রাজনীতির কারবারিদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতিতে বেশ নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে তৃণমূলের এক কালের সেকেন্ড-ইন-কমান্ডকে। আর এবার ফের একবার যাবতীয় চর্চার কেন্দ্রবিন্দুতে যেন ফিরে আসতে শুরু করেছেন তিনি, অন্তত এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2022 9:03 AM IST