Mukul Roy| খাতায় কলমে এখনও বিজেপি বিধায়ক, বিধানসভায় কোথায় বসবেন মুকুল রায়!

Last Updated:

Mukul Roy| যাঁরা প্রতি মুহূর্তে বিষোদগার করে চলেছেন তাদের পাশে বসবেন প্রবীণ নেতা মুকুল? সূত্রের খবর, জায়গা বাছা হচ্ছে সব দিক বিবেচনা করেই। কোন জায়গা?

#কলকাতা: শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন। বাজেটের পাখির চোখ কী হবে, এই কোভিড পরিস্থিতিতে অর্থ দফতর কী ভাবে বাজেট সাজাবে এসব প্রশ্নের থেকেও যেটা বড় হয়ে রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে, তা হল মুকুল রায় কোথায় বসবেন! খাতায় কলমে তিনি এখনও বিজেপির বিধায়ক। ফলে তথ্য বলছে দলত্যাগ বিরোধী আইন এড়াতে তাঁকে বসতে হবে বিরোধী আসনেই। তা বলে আজ যাঁদের সঙ্গে সম্পর্ক সাপে নেউলে, যাঁরা প্রতি মুহূর্তে বিষোদগার করে চলেছেন তাদের পাশে বসবেন প্রবীণ নেতা মুকুল? সূত্রের খবর, জায়গা বাছা হচ্ছে সব দিক বিবেচনা করেই। কোন জায়গা?
নিয়মানুসারে,  স্পিকারের বাঁ দিকে সেকেন্ড গ্যালারিতে বিরোধী আসনের একদম প্রথম বেঞ্চে, যেখানে আগে বসতেন আবদুল মান্নান, নেপাল মাহাতো অসিত মজুমদাররা, সেখানে বসবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁকে ঘিরেই বসবেন বিরোধীরা। মুকুল বসবেন ইষৎ তফাতে।
শুভেন্দুদের জন্য স্থির হওয়া আসনের ঠিক বাঁ দিকের আসনে আগে বসতেন সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য, আনিসুর রহমানরা। এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, তাতে এই আসনেই বসবেন মুকুল রায়। সম্ভবত সুজন চক্রবর্তীর আসনটিতেই তাঁকে দেখা যাবে।
advertisement
advertisement
বলাই বাহুল্য, বিধানসভায় আসন নিয়ে নানা দরবার আসে, নানা জন নানা কারণ দেখিয়ে আগে থেকে আসন সংরক্ষণ করতে চান। সূত্রের খবর, মুকুল রায়ের থেকে কোনও দরবারই আসেনি। শেষ মুহূর্তে কোনও বড় বদল না হলে  তাই মুকুল রায়কে এই আসনেই দেখা যেতে পারে।
উল্লেখ্য মুকুল রায়ের আগে সুব্রত মুখোপাধ্যায়ও ঠিক একই রকমভাবে তৃণমূল পরিচালিত কলকাতা পৌরসভার মেয়র হলেও বিধানসভা কংগ্রেসের সদস্য ছিলেন। বসতেন কংগ্রেসের জন্য বরাদ্দ আসনেই। বারবার তাঁকে সরানোর দাবি উঠলেও তাঁর বিরুদ্ধে কার্যত ব্যবস্থা নিতে পারিনি কংগ্রেস। এদিকে মুকুল রায় কে নিয়ে বিজেপির সমস্যা একাধিক। বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য করা হয়েছে তাঁকে। এমনকি চেয়ারম্যানও করা হতে পারে বলে মনে করছেন অনেকে। বিজেপি মুকুলকে এই আসনে দেখতে চায় না। কিন্তু শেষ পর্যন্ত কি তারা মুকুলের রণে ভঙ্গ দিতে পারবে, সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mukul Roy| খাতায় কলমে এখনও বিজেপি বিধায়ক, বিধানসভায় কোথায় বসবেন মুকুল রায়!
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement