ভাঙতে হবে চিৎপুর ব্রিজ, সরানো হবে প্রায় চারশো বাসিন্দাকে

Last Updated:

রেলের জমি ভাড়া নিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করবে কেএমডিএ। 

ভেঙে ফেলা হবে চিৎপুর ব্রিজ৷
ভেঙে ফেলা হবে চিৎপুর ব্রিজ৷
#কলকাতা: জরাজীর্ণ চিৎপুর রেল ব্রিজ ভাঙতে হবে। আর তার জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে প্রায় ৪০০ জনের। যা নিয়ে ফাঁপরে পড়েছে কেএমডিএ। এই পুনর্বাসন নিয়ে কথা হয়েছে রেলের সঙ্গে। যদিও রাজ্যকেই অর্থ খরচ করে সেই পুনর্বাসনে ব্যবস্থা করতে হবে।
পুজোর আগেই চালু হয়ে যাবে টালা ব্রিজ। পুজোর পরেই ভাঙা শুরু হয়ে যেতে পারে কাশীপুর রেল ওভারব্রিজ। চিৎপুর লকগেট ব্রিজের পাশে কাশীপুর রোডের ওপর এই রেল ওভারব্রিজ। রেল ওভারব্রিজ জরাজীর্ণ, ভেঙেছে সেতুর পাশের রেলিং, দুর্বল কাঠামো। সেতুর স্বাস্থ্য পরীক্ষার পর ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। টালা ব্রিজের মতোই, এবার, চিত্‍পুর-কাশীপুর রেল ওভারব্রিজ ভেঙে ফেলে, নতুন করে তৈরির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
advertisement
স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে পুরসভা। নীচ দিয়ে গিয়েছে রেলের লাইন। ফলে রেলের সঙ্গেও এই বিষয়ে কথা বলেছে রাজ্য সরকার।মহালয়ার আগের দিন টালা ব্রিজ চালুর ভাবনা সরকারের। তবে, এই ব্রিজটি চালুর পরই, ভাঙা হতে পারে, উত্তর কলকাতার আরেকটি সেতু। চিত্‍পুর লকগেট ব্রিজের পাশে, কাশীপুর রোডের উপর এই রেল ওভারব্রিজকেই ভেঙে ফেলে নতুন করে তৈরির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেতুটির অবস্থা জরাজীর্ণ। ভেঙে পড়েছে পাশের রেলিং। কাঠামোও দুর্বল হয়ে পড়েছে।
advertisement
advertisement
টালা সেতু ভেঙে ফেলার সময়ে ও তার আগে দু'দফা স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই সেতুর। সেতুর স্বাস্থ্য পরীক্ষা রিপোর্টে এর হাল নিয়ে প্রশ্ন ওঠে। এর পরেই সিদ্ধান্ত নেওয়া হয়, টালার মতোই, পুরো ভেঙে ফেলে, নতুন করে বানানো হবে রেলের এই ওভারব্রিজটিকে।
advertisement
কলকাতা পুরসভা সূত্রে খবর, পুরনো ব্রিজটি রেল তৈরি করলেও, তা ভেঙে ফেলে নতুন করে তৈরি করবে কেএমডিএ। এ নিয়ে কেএমডিএ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে পুরসভা। বৈঠকে ছিলেন পূর্ব রেলের প্রতিনিধিরাও। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, টালা ব্রিজ চালু হয়ে গেলেই এই সেতুটিও ভেঙে ফেলা হবে। তেমন পরিকল্পনা নেওয়া হচ্ছে।কাশীপুর পুরনো রেল সেতুর নীচে কয়েকশো মানুষের বাস। যাঁদের মাথার উপরের ছাদ বলতে এই সেতুই। ব্রিজ ভাঙার সময়ে পুনর্বাসন দিতে হবে এদের। এই বাসিন্দাদের অন্যত্র সরানো ও পুনর্বাসন নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। যদিও মেয়র জানিয়েছেন,  পুনর্বাসন দিয়েই, তারপর কাজ শুরু হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভাঙতে হবে চিৎপুর ব্রিজ, সরানো হবে প্রায় চারশো বাসিন্দাকে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement