• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • মোমো চ্যালেঞ্জ থেকে বাঁচবেন কিভাবে? অবশেষে সতর্ক করল কলকাতা পুলিশ, দেখুন ভিডিও

মোমো চ্যালেঞ্জ থেকে বাঁচবেন কিভাবে? অবশেষে সতর্ক করল কলকাতা পুলিশ, দেখুন ভিডিও

রাজ্যবাসীকে এই মারণ গেমের খপ্পর থেকে বাঁচার উপায় নিয়ে নিজেদের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করল কলকাতা পুলিশ

রাজ্যবাসীকে এই মারণ গেমের খপ্পর থেকে বাঁচার উপায় নিয়ে নিজেদের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করল কলকাতা পুলিশ

রাজ্যবাসীকে এই মারণ গেমের খপ্পর থেকে বাঁচার উপায় নিয়ে নিজেদের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করল কলকাতা পুলিশ

 • Share this:
   #কলকাতা: ব্লু-হোয়েলের পর রাজ্য জুড়ে মোমো আতঙ্ক ৷ কোথাও মোবাইলে মেসেজ পাঠিয়ে খুনের হুমকি তো কোথাও আবার মেসেজ ডিলিট করলেই ব্যাঙ্ক তথ্য ফাঁসের হুমকি ৷ রাজ্য জুড়ে মারণ গেম মোমো-এর এমন বার্তা নিয়ে সন্ত্রস্ত বাংলা ৷ অবশেষে রাজ্যবাসীকে এই মারণ গেমের খপ্পর থেকে বাঁচার উপায় নিয়ে নিজেদের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করল কলকাতা পুলিশ ৷ মোমো-এর খপ্পর থেকে মানুষকে বাঁচাতে এবার এগিয়ে এল কলকাতা পুলিশ ৷ ভিডিওতে জানানো হয়েছে, কী এই মোমো চ্যালেঞ্জ এবং কিভাবে এর থেকে বাঁচা যাবে? মোমো চ্যালেঞ্জ কী? মোমো চ্যালেঞ্জ হল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একধরনের সাইবার হয়রানি ৷ মূলত ডিজিট্যাল প্ল্যাটফর্মে, বিশেষত হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ছড়িয়ে পড়ছে এই মোমো গেম ৷ অর্ধেক নারী ও অর্ধেক পাখি, মোমো-এর কিম্ভূতাকার আইকনটি ছোটদের মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট ৷ অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে যা গেম খেলার চ্যালেঞ্জ ৷ অনেকক্ষেত্রে একটি লিঙ্ক পাঠিয়ে তাতে ক্লিক করতে বলা হয় ৷ এই গেমে নিজেকে আঘাত করার মতো ভয়ঙ্কর কিছু কাজের চ্যালেঞ্জ থাকে ৷ নির্দেশ মানা না হলে দেওয়া হয় নানা হুমকি ৷ সতর্কবার্তা মোমো চ্যালেঞ্জ সাইবার প্রতারণার একটি নয়া উপায় ৷ মূলত ফোন হ্যাক করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ায় এর প্রধান উদ্দেশ্য ৷ ছবি ও ভিডিও মারফত অল্পবয়সীদের ব্ল্যাকমেল করা হচ্ছে বলে খবর ৷ একইসঙ্গে কলকাতা পুলিশ সতর্ক করেছে যে মোমো চ্যালেঞ্জের নাম ব্যবহার করে নানা ভুয়ো নম্বর থেকে মেসেজ পাঠানো হচ্ছে ৷ কলকাতা পুলিশ সাবধান করে জানিয়েছে সোশ্যাল মিডিয়া মারফত আসা কোনও নম্বর সেভ করবেন না ৷ অবিলম্বে নম্বরটি ব্লক করুন ৷
  First published: