• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • লেকটাউনে মহিলার শ্লীলতাহানি, থানা ঘেরাও করল উত্তেজিত জনতা

লেকটাউনে মহিলার শ্লীলতাহানি, থানা ঘেরাও করল উত্তেজিত জনতা

Photo: News 18

Photo: News 18

শ্লীলতাহানির ঘটনায় উত্তাল হয়ে উঠল লেকটাউন ৷ পুলিশের বিরুদ্ধে উঠল নিষ্ক্রিয়তার অভিযোগ ৷ অভিযুক্তের শাস্তির দাবিতে লেকটাউন থানা ঘেরাও করল উত্তেজিত জনতা ৷

 • Share this:

  #কলকাতা: শ্লীলতাহানির ঘটনায় উত্তাল হয়ে উঠল লেকটাউন ৷ পুলিশের বিরুদ্ধে উঠল নিষ্ক্রিয়তার অভিযোগ ৷ অভিযুক্তের শাস্তির দাবিতে লেকটাউন থানা ঘেরাও করল উত্তেজিত জনতা ৷ অভিযুক্তের বাড়ির সামনেও বিক্ষোভ দেখান হয়।

  বৃহস্পতিবার সন্ধ্যেতে ঘটনাটি ঘটে ৷ পাতিপুকুর রাজডাঙা থার্ড লেনে ওই মহিলার উপর চড়াও হয় অভিযুক্ত ব্যক্তি ৷ অভিযোগ, দীর্ঘ দিন ধরেই প্রতিবেশী যুবক বিশ্বজিৎ দলুই ওই মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পুলিশেও জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি অভিযোগকারীনির। গতকাল ফের ওই মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপরই ক্ষুব্ধ স্থানীয় থানায় বিক্ষোভ দেখান। অভিযুক্ত পলাতক।

  First published: