ডার্বি দেখে ফেরার সময় রেল লাইনে পড়ে মৃত মোহনবাগান সমর্থক

Last Updated:

শিলিগুড়ি থেকে ডার্বি দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক মোহনবাগান সমর্থকের ৷

#কলকাতা: প্রিয় দলের খেলা ৷ তাও আবার ডার্বি ! কলকাতা বা বারাসতে সে ম্যাচ নাই বা হল ৷ ক্লাবকে সমর্থন তো মাঠে গিয়ে করাটা মাস্ট ৷ শুক্রবার থেকেই তাই একটু একটু করে মোহন-ইস্ট সমর্থকরা ট্রেনে-বাসে চেপে ( রিজার্ভেশন হোক বা না হোক ) পৌঁছে যাচ্ছিলেন শিলিগুড়ি ৷ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সেই সংখ্যাটা এদিন বেশি মাত্রায় দেখা গিয়েছে লাল-হলুদ সমর্থকদেরই ৷ কারণ মরশুমের প্রথম ডার্বি যে তাদেরই ক্লাবের ‘হোম ম্যাচ’ ৷ কিন্তু ম্যাচ দেখতে গিয়ে যে এমন দুর্ঘটনার কবলে সমর্থক তা হয়ত কেউই ভাবেনি ৷
শিলিগুড়ি থেকে ডার্বি দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক মোহনবাগান সমর্থকের ৷ জানা গিয়েছে, মৃত যুবকের নাম সৌম্য মুখোপাধ্যায় ৷ ২১ বছরের যুবকের বাড়ি দক্ষিণনেশ্বরে ৷ গতকাল ম্যাচ দেখে শিলিগুড়ি থেকে বাড়ি ফিরছিলেন সৌম্য ৷ এদিন সকালে বরাহনগর স্টেশনে নামর সময় পা পিছলে পড়ে যায় রেল লাইনে ৷ বেসামাল হয়ে প্লাটফর্মে পড়ে থাকা আলুর বস্তায় বাধা পেয়ে ফের ট্রেনের গায়ে সজোরে ধাক্কা খান এবং প্ল্যাটফর্ম থেকে লাইনের উপর ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে আরজি কর হাসপাতালে ভর্তি করা সকাল ৮:৩০ নাগাদ ৷ কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি ৷ হাসপাতালেই ১১:১৫ নাগাদ তার মৃত্যু হয়েছে ৷ মোহানবাগান ক্লাবের তরফে সৌম্যের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে ৷ হাসপাতালে গিয়ে মৃত যুবককে সম্মান জানিয়ে তাকে ফুল ও ক্লাবের পতাকা দেওয়া হয় মোহনবাগান ক্লাবের তরফে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ডার্বি দেখে ফেরার সময় রেল লাইনে পড়ে মৃত মোহনবাগান সমর্থক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement