মোদির মুখে 'জয় নিতাই'! মতুয়া মন ছুঁতে হরিচাঁদ-গুরুচাঁদ-বড়মার নাম, তুললেন বন্দে মাতরম প্রসঙ্গ!
- Reported by:Susmita Mondal
- Published by:Tias Banerjee
Last Updated:
তাহেরপুরে সভার আগে কৃষ্ণনগর লোকালে চার বিজেপি কর্মীর মৃত্যু, খারাপ আবহাওয়ায় নরেন্দ্র মোদির হেলিকপ্টার নামতে পারেনি, ভার্চুয়াল সভায় শোক ও উন্নয়নের বার্তা। কী কী বললেন প্রধানমন্ত্রী?
প্রধানমন্ত্রীর তাহেরপুরের সভা ঘিরে শনিবার সকাল থেকেই রাজ্য জুড়ে উত্তেজনা তৈরি হয়। তবে কর্মসূচি শুরুর আগেই একের পর এক বিপর্যয় পরিস্থিতিকে জটিল করে তোলে। সভায় যোগ দিতে গিয়ে কৃষ্ণনগর লোকালের ধাক্কায় প্রাণ হারান চার জন বিজেপি কর্মী। এই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই আকাশপথেও বাধা আসে। খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে তাহেরপুরে নামতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টার। নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁকে কলকাতায় ফিরিয়ে আনা হয়।
advertisement
এরপর পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা এবং পরবর্তী কর্মসূচির সময়সূচি বিবেচনায় ভার্চুয়াল সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য জানান, কুয়াশার কারণে প্রধানমন্ত্রীর চপার তাহেরপুরে অবতরণ করতে পারেনি। সেই কারণেই প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেন।
advertisement
অনলাইনে সভার শুরুতেই বাংলার মানুষকে সম্ভাষণ জানিয়ে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি শুরুতেই বলেন, “জয় নিতাই। বড়রা প্রণাম নেবেন। সকলকে শুভেচ্ছা। খারাপ আবহাওয়ার কারণে আমি সরাসরি পৌঁছোতে পারিনি, তার জন্য ক্ষমাপ্রার্থী।” কৃষ্ণনগর লোকাল দুর্ঘটনায় বিজেপি কর্মীদের মৃত্যুতেও শোকপ্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে, “যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই এবং যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি।”
advertisement
ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী জানান, উত্তর ২৪ পরগনা, নদিয়া, কৃষ্ণনগর-সহ বিভিন্ন এলাকার মানুষ আজ যে প্রকল্পগুলির শিলান্যাস হয়েছে, তার মাধ্যমে উপকৃত হবেন। তিনি বলেন, “আমার একলা নিতাই। হরিচাঁদ ঠাকুরের কাছে আমার প্রণাম। বাংলা ভাষা, ইতিহাস ও সংস্কৃতি ভারতকে সমৃদ্ধ করেছে। ‘বন্দে মাতরম’-এর রচনা এই মাটি থেকেই, এই মাটিতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মনীষীর জন্ম।”
advertisement
প্রধানমন্ত্রী দাবি করেন, বিজেপি সরকার বাংলার উন্নয়নের জন্য কাজ করছে এবং আগামী দিনে রাজ্যের মানুষের জন্য আরও ভালো খবর আসবে। তাঁর বক্তব্যে উঠে আসে কলকাতা-শিলিগুড়ি সংযোগ আরও মজবুত হবে নতুন সড়ক নির্মাণের মাধ্যমে। পাশাপাশি বিহারে এনডিএ সরকার গঠনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিহার থেকে গঙ্গা বাংলায় প্রবেশ করে এবং উন্নয়নের পথে বিহার এগিয়ে যাওয়ায় বাংলাও উপকৃত হবে।
advertisement
নদিয়ায় সড়ক পরিবহণ ব্যবস্থা আরও উন্নত হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “নদিয়া সেই ভূমি, যেখানে চৈতন্যদেবের জন্ম। তাঁর বাণী আজও জীবিত। সমাজকল্যাণের কাজে মতুয়ারা অগ্রণী ভূমিকা নিয়েছেন। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর সেই পথ দেখিয়েছেন।” মতুয়াদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, “এটা মতুয়াদের ভূমি। সমাজকল্যাণে তাঁদের অবদান অনস্বীকার্য। বড়মা, হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরকে আমি প্রণাম জানাই।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 20, 2025 2:18 PM IST










