MLA Manoranjan Byapari fall sick in West Bengal Assembly: বিধানসভায় অসুস্থ তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, সংজ্ঞাহীন অবস্থায় নিয়ে যাওয়া হল এসএসকেএমে!

Last Updated:

MLA Manoranjan Byapari fall sick in West Bengal Assembly: সোমবার বিধানসভায় অসুস্থ হয়ে পড়ে যান বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি। বিধানসভার লবিতে হঠাৎই পড়ে যান তিনি। তারপরে সংজ্ঞাহীন হয়ে পড়েন। তৃণমূল বিধায়ককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

News18
News18
কলকাতাঃ সোমবার বিধানসভায় অসুস্থ হয়ে পড়ে যান বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি। বিধানসভার লবিতে হঠাৎই পড়ে যান তিনি। তারপরে সংজ্ঞাহীন হয়ে পড়েন। তৃণমূল বিধায়ককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ২০২১ সালে বলাগড়ের তৎকালীন বিধায়ক অসীম মাজিকে সরিয়ে মনোরঞ্জনকে প্রার্থী করে তৃণমূল। বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র হালদারকে ৫,৭৮৪ ভোটে হারিয়ে বিধায়ক হন তিনি।
advertisement
অন‍্যদিকে, বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া নিয়ে বিধানসভায় ধুন্ধুমার কাণ্ড৷ ওয়েলে নেমে অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কদের৷ পাল্টা চার জন বিজেপি বিধায়ককে একসঙ্গে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করার নির্দেশ দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷
advertisement
সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার জন্যও মার্শালদের নির্দেশ দেন অধ্যক্ষ৷ সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের বের করে দিতে গেলে মার্শালদের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি, এমন কি মারামারি শুরু হয়৷ বেশ কিছুক্ষণ ধরে এই পরিস্থিতি চলার পর বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন৷ যে চার বিজেপি বিধায়ককে এ দিন সাসপেন্ড করেন অধ্যক্ষ, তাঁরা হলে শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মনোজ ওরাঁও এবং দীপক বর্মন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
MLA Manoranjan Byapari fall sick in West Bengal Assembly: বিধানসভায় অসুস্থ তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, সংজ্ঞাহীন অবস্থায় নিয়ে যাওয়া হল এসএসকেএমে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement