Mithun Chakravarty in BJP: ‘‘বাংলায় আমার 'বস' সুকান্ত মজুমদার’’- কলকাতায় এসে মহাগুরু মিঠুন যা যা বললেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
'আমৃত্যু বিজেপির সঙ্গেই থাকবো'। হতাশ নয়, বঙ্গ বিজেপি নেতৃত্বকে ভরসা যোগালেন তারকা নেতা। লড়াইয়ে পাশে থাকার বার্তা 'মহাগুরু'র। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে কলকাতায় মিঠুন৷
#কলকাতা: 'কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আমি কলকাতায় এসেছি। দল আমায় কিছু রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। আমি সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। তবে বাংলায় আমার 'বস' ( BOSS ) সুকান্ত মজুমদার। ওঁর নির্দেশে বাংলার মানুষের স্বার্থে আন্দোলনে সামিল হব'। কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে বললেন মিঠুন চক্রবর্তী।
তবে কি সেই রাজনৈতিক কর্মসূচি? এখনই খোলসা করতে চান না 'মহাগুরু'। বললেন, 'সব ঠিক সময় মতো জানতে পারবেন।’ বিজেপিতে যোগদানের পর এই প্রথম বিজেপির রাজ্য দফতর মুরলিধর সেন লেনের অফিসে পা রাখলেন মিঠুন চক্রবর্তী। একুশের বিধানসভা নির্বাচনে স্টার ক্যাম্পেনার হিসেবে টানা ৫৫ দিন বাংলার বিভিন্ন প্রান্তে প্রচার কর্মসূচিতে চষে বেরিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু ফলাফলে বঙ্গ জয়ের স্বপ্ন অধরাই থেকে যায় বিজেপির। যদিও এতে মোটেই যে তিনি হতাশ নন তা জানিয়ে মিঠুনের যুক্তি, পরাজয় হলেও বাংলায় বিজেপির উত্থানে তিনি খুশি।
advertisement

advertisement
তিনি পরিসংখ্যান দিয়ে বিজেপির এই তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী বললেন, 'তিন থেকে আমরা সাতাত্তর হয়েছি। ৫৫ লক্ষ থেকে বেড়ে দু কোটি আঠাশ লক্ষ মানুষ গত বিধানসভায় আমাদের সমর্থন জানিয়েছেন। তাই নিরাশ হওয়ার কিছু নেই। আমি গতবারের থেকেও এবার বেশি সময় দেব। বাংলায় আগামী দিন বাজিমাত করবে বিজেপি।’
advertisement
আরও পড়ুন- Siliguri News: মাত্র ১৫০০ টাকায় এসি! শিলিগুড়ি থেকে কাঠমান্ডু বাস পরিষেবা চালু করছে সরকার
কিন্তু কেন বিধানসভার পর থেকে তাঁকে কেন দীর্ঘদিন সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি? কেন তিনি দীর্ঘদিন নিষ্ক্রিয় হয়ে ছিলেন? মিঠুনের কথায়, শারীরিক কিছু সমস্যা থাকার কারণেই রাজনীতি থেকে কিছুটা দূরে ছিলাম। তবে আগামী দিনে যে তৃণমূল সরকারকে উৎখাত করতে তাঁর লড়াই জারি থাকবে সে কথাও স্পষ্ট জানিয়েছেন বিজেপির এই তারকা নেতা। নিজের রাজনৈতিক জীবনে সোমবার প্রথমবার বিজেপির রাজ্য দফতরে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিনহা অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ দলীয় নেতৃত্বের সঙ্গে রীতিমতো আড্ডার মেজাজে বেশ কিছুটা সময় কাটান মিঠুন চক্রবর্তী। দলের তরফে উষ্ণ অভ্যর্থনাও জানানো হয় মিঠুন চক্রবর্তীকে। ঘুরে দেখেন রাজ্য দফতরের আনাচ কানাচ।
advertisement
বঙ্গ বিজেপির প্রথম সারির নেতৃত্বের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় নিজেকে নেতা না বলে ছোট ক্যাডার বলেন৷ মিঠুন চক্রবর্তী সাফ জানান যে আমৃত্যু তিনি বিজেপির সঙ্গেই থাকবেন। ভরসা যুগিয়ে হতাশ হওয়ার কিছু নেই বলার পাশাপাশি বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করা যেমন লক্ষ্য বিজেপির। তাঁর লক্ষ্যও একই বলে উপস্থিত নেতৃত্বকে লড়াই আরও তীব্র করার কথা বলেন মিঠুন বলে বিজেপি সূত্রের খবর। সব মিলিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে মিঠুন চক্রবর্তীর আগমনে উজ্জীবিত বঙ্গ গেরুয়া শিবির। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মিঠুনদার সঙ্গে রাজনৈতিক আলোচনার পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। উনি আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন'। VENKATESWAR LAHIRI
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 05, 2022 9:12 AM IST