Mithun Chakraborty: 'রাম ভগবানের কাছে প্রার্থনা করি, যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের ভাল হোক', রামনবমীতে বারাসতে মিঠুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
রামনবমী, রামের জন্মতিথি। বাংলার বিভিন্ন প্রান্তে চলছে উদযাপন। বারাসতে রামনবমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। মেগা র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী।
কলকাতা: রামনবমী, রামের জন্মতিথি। বাংলার বিভিন্ন প্রান্তে চলছে উদযাপন। বারাসতে রামনবমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। মেগা র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হুড খোলা জিপে র্যালিতে শামিল হন মিঠুন।
মিছিল শেষে সংবাদিকদের মুখোমুখি হন মিঠুন চক্রবর্তী। রামনবমীতে গোটা রাজ্যজুড়ে উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, ” সনাতনীরা সব এক ছাতার নীচে আসছে। এটাই সবথেকে আনন্দের বিষয়। রামনবীতে আমার কামনা, রাম ভগবান সবাইকে ভাল রাখুন।” এর পরেই তাঁর কাছে প্রশ্ন আসে, রামনবমীতে শুধুই বিজেপি নয়, শাসক দলও সক্রিয়ভাবে অংশ নিয়েছে, তিনি কী ভাবছেন? মিঠুনের উত্তর ছিল, ‘সবকো সুমতি দে ভগবান’
advertisement
গত বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক। সোমবার নেতাজি ইন্ডোরে তাঁদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মিঠুন বলেন, ” উনি কী করবেন বলতে পারব না, তবে রাম ভগবানের কাছে আমি প্রার্থনা করি, যেন এদের ভাল হয়। যাঁরা কষ্টে রয়েছেন, তাঁদের ভাল হোক। আমি নিজে এই ঘটনায় খুব কষ্ট পেয়েছি।”
advertisement
advertisement
তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘রামনবমীর অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজেপি চাইছে বিভেদ করে বিবাদ করার। ২৬-এ মমতাকে ক্ষমতাদ্যুত করার, সেই লক্ষ্য পূরণ হবে না।’ এই প্রসঙ্গে মিঠুন বলেন, ”রামনমবীতে কার সঙ্গে বিভেদ করব? এটা তো হিন্দু উৎসব। কিন্তু চেষ্টা করব, এই সরকারকে পদচ্যূত করার।”
সবশেষে মিঠুনকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, চাকরি দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় ঘোষণা করেছে, তার নেপধ্যে রয়েছে ‘চক্রান্ত’, তাঁর কী মত? উত্তরে মিঠুন বলেন, ” সুপ্রিম কোর্টের কাছে চক্রান্ত চলে? এত লোকের চাকরি গিয়েছে, আমার সহানুভূতি আছে। কিন্তু সবকিছুর পিছনে এই সরকার দায়ী। ১০১ শতাংশ দায়ী এই সরকার।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 06, 2025 8:49 PM IST